<p>শেরপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি মো. আমান উল্লাহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। </p> <p>শনিবার (৪ জানুয়ারি) ডিএমপির তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। </p> <p>গ্রেপ্তার আমান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।</p> <p>তিনি বলেন, ২০১৬ সালের ১৯ জুলাই মো. আমান উল্লাহসহ অন্য আসামিরা শেরপুরের স্কুলছাত্রী বীণাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে লাশ পার্শ্ববর্তী বিলে ফেলে দেন। ওই ঘটনায় তিনিসহ ছয়জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা হয়।</p> <p>মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, শেরপুর বিচারিক কার্যক্রম শেষে আসামি মো. আমান উল্লাহসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন। আসামি আমান উল্লাহ গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।</p>