<p>কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলার সময় অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।</p> <p>রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘রাগ করে কি করব বলেন! আল্লাহর কাছে বলি’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736151034-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘রাগ করে কী করব বলেন! আল্লাহর কাছে বলি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465607" target="_blank"> </a></div> </div> <p>কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন— ওই মাদরাসার পরিচালক মুফতি আল-আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।</p> <p>আহত মুফতি আল-আমিন সাদী জানান, মাহফিল চলাকালে তিনি মঞ্চের সামনে  ছিলেন। তার সঙ্গে আরেকজন সহযোগী হাঁটাচলা করছিলেন। এ সময় কে বা কারা গুলি ছোড়ে তা তিনি দেখেননি। এতে তার সহযোগী গুরুতর আহত না হলেও তিনি গুরুতর আহত হয়েছেন। তার বাঁ হাতে গুলি লেগেছে।</p> <p>তিনি আরো জানান, বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। থানায় এখনো লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। কিছুটা সুস্থ হয়ে তারপর অভিযোগ দেবেন বলে তিনি জানিয়েছেন। কী কারণে তার ওপর এভাবে আক্রমণ করা হলো তিনি বলতে পারেন না বলেও জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার সুমন গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736145042-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার সুমন গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465583" target="_blank"> </a></div> </div> <p>ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ যায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে এগারগানের গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হবে।</p>