<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর ভাসানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ভাসানটেকের দেওয়ানপাড়া এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেকভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় গুলি পড়ে আছে, এমন তথ্যের ভিত্তিতে গুলিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।</span></span></span></span></p>