<p>মেক্সিকোতে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন অপরাধী নিহত এবং তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এই ঘটনা ঘটে। দেশটির গুয়ানাজুয়াতোর ইউরিরিয়া পৌরসভায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল চলাকালীন ভোরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।</p> <p>গুয়ানাজুয়াতো রাজ্যের নিরাপত্তা বিভাগ প্রাথমিকভাবে আট বন্দুকধারীর নিহত হওয়ার খবর জানায়, কিন্তু আরো দুইজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তারা জানায়, এ ঘটনার পর নিশ্চিত করা হয়েছে নিহত ১০জন একটি অপরাধ গ্রুপের সদস্য।</p> <p>একটি বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বেশ কয়েকটি চুরি যাওয়া গাড়ি এবং ব্যালিস্টিক ভেস্টসহ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। গুয়ানাজুয়াতোতে সহিংসতা স্থানীয় অপরাধী গোষ্ঠী সান্তা রোসা দে লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে চলমান দ্বন্দ্বের সঙ্গে যুক্ত।</p> <p>সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে সরকার অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোতে মাদক-সম্পর্কিত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। তবে সেনাবাহিনী মোতায়েন করা হলেও গ্যাং-সম্পর্কিত সহিংসতা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখায়নি। </p> <p>সূত্র : এএফপি</p>