<p>শীত মৌসুমে নানান সবজির মাঝে ফুলকপির চাহিদা সবচেয়ে বেশি। এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। তবে সেই ফুলকপি চাষ করে এখন বিপাকে নওগাঁর কৃষকরা। বাম্পার ফলনেও এখন কপালে হাত তাদের। পাইকারি প্রতি পিস ফুলকপি সর্বনিম্ন ৫০ পয়সা, সর্বোচ্চ ২ টাকা দরে বিক্রি হচ্ছে।</p> <p>আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ডাক্তারের মোড়ে গিয়ে দেখা যায় ভোর থেকেই কৃষকরা তাদের জমিতে চাষ করা ফুলকপি বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু ফুলকপি বিক্রি করতে এসে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। প্রতি পিস ফুলকপির দাম পড়ছে সর্বনিম্ন ৫০ পয়সা। এরপরেও অপেক্ষা করে ক্রেতার দেখা মিলছে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘সকালে ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736321077-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘সকালে ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/08/1466405" target="_blank"> </a></div> </div> <p>কৃষকরা বলছেন, গত বছর ফুলকপির ভালো দাম পেয়েছেন তারা। সে বিষয়টি মাথায় রেখে এ বছরও আবাদ করেছেন তারা। তবে ফুলকপির দাম যা দাঁড়িয়েছে তাতে লাভ তো দূরে থাক আসলও উঠে আসছে না। সবজির দামে ভোক্তারা স্বস্তি পেলেও খরচের টাকা তুলতে না পেরে পথে বসতে চলেছেন তারা। মৌসুমের শুরুতে আগাম জাতীয় এ সবজির উৎপাদন কম থাকায় দাম ছিল বেশ চড়া। বর্তমানে উৎপাদনের পরিমাণ বেশি হওয়ায় বাজারে এমন ধ্বস নেমেছে বলে মনে করছেন তারা।</p> <p>ফুলকপি বিক্রি করতে আসা বাচ্চু মিয়া বলেন, ‘এক বিঘা জমিতে ফুলকপি চাষ করতে ১৬ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। এখনই ফুলকপি ১ থেকে টাকা ২ টাকা পিস বিক্রি করতে হচ্ছে। তাও কপি কেনার ক্রেতা নেই। এক বিঘা জমির কপি আড়াই থেকে তিন হাজার টাকাও বিক্রি হচ্ছে না। তাহলে আমরা কি করে চলবো। ধার-দেনা করে ফুলকপি চাষ করেছি সেই টাকাই তো পরিশোধ করা সম্ভব হবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317258-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466390" target="_blank"> </a></div> </div> <p>মোস্তফা নামে আরেক ফুলকপি বিক্রেতা বলেন, ‘এক বিঘা জমির ফুলকপি চাষ করেছি। প্রতি কপির গাছে ৬ থেকে ৮ টাকা খরচ হয়েছে। এখন বাজারে বিক্রি হচ্ছে ৫০ পয়সা থেকে ১ টাকা, দেড় টাকা দরে। বিক্রি করে ভ্যান খরচের টাকায় উঠবে না। মনে হচ্ছে এখনো জমিতে যে ফুলকপি আছে সেগুলো গরুকে দিয়ে খাওয়াই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736310269-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466364" target="_blank"> </a></div> </div> <p>জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৬০০ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৬ হাজার ২০০ টন ফুলকপি উৎপাদনের সম্ভাবনা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বড় থেকে পাতি নেতারাও মনে করে, আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736313894-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বড় থেকে পাতি নেতারাও মনে করে, আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466377" target="_blank"> </a></div> </div>