শীত মৌসুমে নানান সবজির মাঝে ফুলকপির চাহিদা সবচেয়ে বেশি। এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। তবে সেই ফুলকপি চাষ করে এখন বিপাকে নওগাঁর কৃষকরা। বাম্পার ফলনেও এখন কপালে হাত তাদের।
শীত মৌসুমে নানান সবজির মাঝে ফুলকপির চাহিদা সবচেয়ে বেশি। এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। তবে সেই ফুলকপি চাষ করে এখন বিপাকে নওগাঁর কৃষকরা। বাম্পার ফলনেও এখন কপালে হাত তাদের।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ডাক্তারের মোড়ে গিয়ে দেখা যায় ভোর থেকেই কৃষকরা তাদের জমিতে চাষ করা ফুলকপি বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু ফুলকপি বিক্রি করতে এসে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। প্রতি পিস ফুলকপির দাম পড়ছে সর্বনিম্ন ৫০ পয়সা।
কৃষকরা বলছেন, গত বছর ফুলকপির ভালো দাম পেয়েছেন তারা। সে বিষয়টি মাথায় রেখে এ বছরও আবাদ করেছেন তারা। তবে ফুলকপির দাম যা দাঁড়িয়েছে তাতে লাভ তো দূরে থাক আসলও উঠে আসছে না।
ফুলকপি বিক্রি করতে আসা বাচ্চু মিয়া বলেন, ‘এক বিঘা জমিতে ফুলকপি চাষ করতে ১৬ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। এখনই ফুলকপি ১ থেকে টাকা ২ টাকা পিস বিক্রি করতে হচ্ছে।
মোস্তফা নামে আরেক ফুলকপি বিক্রেতা বলেন, ‘এক বিঘা জমির ফুলকপি চাষ করেছি। প্রতি কপির গাছে ৬ থেকে ৮ টাকা খরচ হয়েছে। এখন বাজারে বিক্রি হচ্ছে ৫০ পয়সা থেকে ১ টাকা, দেড় টাকা দরে। বিক্রি করে ভ্যান খরচের টাকায় উঠবে না। মনে হচ্ছে এখনো জমিতে যে ফুলকপি আছে সেগুলো গরুকে দিয়ে খাওয়াই।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৬০০ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৬ হাজার ২০০ টন ফুলকপি উৎপাদনের সম্ভাবনা।
সম্পর্কিত খবর
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় কারাগারে বন্দি থাকা জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ তিন নেতা জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৪০মিনিটে তারা জেলা কারাগার থেকে বের হন বলে নিশ্চিত করেছেন কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
জামিনে মুক্তি পাওয়া তিন নেতা হলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার (৭৫), রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান (৫৯) এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী (৬০)।
জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলার আসামি রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী গত ৯ মার্চ সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর থেকে আওয়ামী লীগের এই তিন নেতা জেলা কারাগারে বন্দি ছিলেন। তারা তাদের আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে মিসকেস দায়ের করেন।
ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে সদ্যোজাত এক কন্যাশিশু উদ্ধার হয়েছে। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটির কান্না শুনে স্থানীয় এক নারী তাকে খুঁজে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, দত্তক নেওয়ার জন্য সেখানে ভিড় জমায় ২০-২৫ জনের বেশি মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এক নারী পাশের মরিচখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে তিনি খোঁজ নিতে গিয়ে ভুট্টা ক্ষেতে নবজাতকটিকে দেখতে পান। পরে স্থানীয়রা জড়ো হয়ে প্রশাসনকে খবর দেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহিন জানান, নবজাতকটি সুস্থ আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মেয়ের বাড়িতে ঈদের সেমাই দিয়ে ফেরার পথে সবজিবাহী ট্রাকের ধাক্কায় বাবা ও ভাতিজা আহত হয়েছেন। এ ঘটনায় দিলদার হোসেন নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
আজ সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের মির্জাপুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক দিলদার হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার গোলজার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নবাবগঞ্জ বাজিতপুর এলাকার থেকে অটোরিকশায় বিরামপুর পৌরশহরের মির্জাপুর এলাকায় মেয়ের বাড়িতে ঈদের সেমাই দিতে আসেন রুহুল আমিন। পরে রাত ৮টার দিকে ওই অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে মির্জাপুর মোড়ে মহাসড়কের গোবিন্দগঞ্জ গামী একটি সবজিবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে হাজীর বাজার এলাকায় চাঁদা না দেওয়ায় বাচ্চু মীর নামের এক তরমুজ চাষিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত চাষিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার (২৩ মার্চ) রাতে থানায় অভিযোগ দেওয়ার পর আজ সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেননি।
অভিযোগ সূত্র ও স্থানীয়দের থেকে জানা গেছে, ভরিপাশা গ্রামের জুয়েল মীর হাজীর হাটের পূর্ব পাশে প্রায় পাঁচ একর জমিতে তরমুজ চাষ করেন ওই চাষি। ক্ষেত থেকে পাকা তরমুজ কাটতে গেলে একই এলাকার আলমগীর গাজীর দুই ছেলে জাহিদুল (৩০) ও জামাল (২৮) ১০ লাখ টাকা চাঁদা করেন। টাকা না দেওয়ায় তরমুজ কাটতে বাধা দেন তারা।
গত বুধবার ১৯ মার্চ রাতে জাহিদুল ও জামালকে ৫০ হাজার টাকা দেন ওই চাষি।
অভিযুক্ত জাহিদুল বলেন, ‘আমরা কাউকে কোপায়নি। কোনো চাঁদাও চাইনি।’
বাউফল থানার পুলিশের উপপরিদর্শক মো. মশিউর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’