বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, মামলার আসামি গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে বিরোধ মীমাংসার কথা বলে আবু জাফর নামের একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ঘটনায় আমির মাতুব্বর (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে তাকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা মুন্সিগঞ্জ এলাকা থেকে রবিবার দিবাগত তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির মাতুব্বর (৬০) মহেশপুর উপজেলার কাজিরবের ইউনিয়নের সামন্তা গ্রামের বাসিন্দা।

বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহাবুর কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আমির মাতুব্বরকে তার আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ১৫ বছর আগের একটি বিরোধ মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় আবু জাফর হোসেনকে (৫৫)। নিহত জাফর কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার জবেদ আলীর ছেলে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টা দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ায় এ ঘটনা ঘটে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হিরণ পয়েন্টে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
হিরণ পয়েন্টে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
ফাইল ছবি

সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকায় কাঠের বোটের ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে যাওয়া তিন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলেরা বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানান কোস্ট গার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় তিনজন জেলে ইঞ্জিনচালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে পড়েছেন।

কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পরে হিরণ পয়েন্ট পোর্টসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য

দুর্নীতির দায়ে সাবেক পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
দুর্নীতির দায়ে সাবেক পুলিশ পরিদর্শকের কারাদণ্ড
ফাইল ছবি

জ্ঞাতআয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক পরিদর্শক শেখ সিরাজুল ইসলামকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম যশোর নতুন উপশহর এ ব্লকের শেখ মোহাম্মদের ছেলে ও ঝিনাইদহের শৈলকুপা থানার সাবেক পরিদর্শক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতির মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম পলাতক।

মামলার অভিযোগে জানা গেছে, জ্ঞাতআয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় বাগেরহাট পুলিশের তৎকালীন (ডিআইও) পরিদর্শক শেখ সিরাজুল ইসলামকে যশোর জেলা দুর্নীতি দমন ব্যুরো নোটিশ জারি করে। কিন্ত সিরাজুল ইসলাম তখন নোটিশটি গ্রহণ করেননি।

আরো পড়ুন
কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

 

১৯৯৮ সালের ১৭ মে যশোর ডিএসবির মাধ্যমে নোটিশটি আবার বাগেরহাটে পাঠানো হলে তিনি গ্রহণ করেননি। পরবর্তীতে এ নোটিশ বাগেরহাট পুলিশ সুপারের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু সেবারও তা গ্রহণ না করে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় চলে যান সিরাজুল ইসলাম।

তিনি ঝিনাদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় এ নোটিশ পুলিশ সুপারের মাধ্যমে আবার পাঠায় দুর্নীতি দমন ব্যুরো যশোর।

কিন্তু সিরাজুল ইসলাম সেবারও নোটিশ গ্রহণ না করে ফিরিয়ে দেন।

অবশেষে ২০০০ সালের ১১ জুলাই দুর্নীতি দমন কমিশন যশোরের তৎকালীন উপ-পরিচালক এমএ সোহবান আসামি শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাতআয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন।

আরো পড়ুন
সাভারে ট্রাকচাপায় এসআই নিহত

সাভারে ট্রাকচাপায় এসআই নিহত

 

এ মামলার তদন্ত শেষে সিরাজুল ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে অবৈধভাবে প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আাসামি সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি দুদক যশোরের তৎকালীন উপসহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ আদালতে চার্জশিট জমা দেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজিচালক আবুল কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।

এর আগে, উল্লেখিত অন্য আসামিরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে সিএনজিচালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে গেলে তাকে ছাড়ানো জন্য সেখানে যান স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। তাকে ছাড়িয়ে নিতে থানায় গেইট ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এর প্রতিবাদে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় বুধবার অর্ধদিবস সকল পরিবহন বন্ধ কর্মসূচি ও পালন করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সাভারে ট্রাকচাপায় এসআই নিহত

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাভারে ট্রাকচাপায় এসআই নিহত
ফজলু হক। ফাইল ছবি

ঢাকার সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলু হক (৪০) সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে ‍পুলিশ।

এ ঘটনায় ট্রাক জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম মো. রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া বোরহানগঞ্জ গ্রামের বাসিন্দা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জুয়েল মিঞা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করেছে।

তিনি বলেন, ‘নিহত ফজলু ট্রাফিক ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে সাভারের দিকে আসছিলেন। এ সময় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পুলিশের মোটরসাইকেল দেখে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ