কুমিল্লায় ১৭টি উপজেলায় কর্মরত ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টায় নগরীর রামমালা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট, মো. মনিরুল ইসলাম, রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট, আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা।
জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান জানান, ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যরা প্রত্যেকে পোলাও চাল এক কেজি, সেমাই দুই প্যাকেট, সেমাই (লাচ্ছা) দুই প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডলস এক প্যাকেট, ২০০ গ্রাম ঘিসহ অন্যান সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা দেশের যেকোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত করেন। তাই মহাপরিচালক পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন। তারই প্রেক্ষিতে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।