ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ভুট্টা ক্ষেতে মিলল নবজাতক, দত্তক নিতে মানুষের ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ভুট্টা ক্ষেতে মিলল নবজাতক, দত্তক নিতে মানুষের ভিড়
নবজাতককে দত্তক নিতে হাসপাতালে মানুষের ভিড়

ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে সদ্যোজাত এক কন্যাশিশু উদ্ধার হয়েছে। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটির কান্না শুনে স্থানীয় এক নারী তাকে খুঁজে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। 

শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, দত্তক নেওয়ার জন্য সেখানে ভিড় জমায় ২০-২৫ জনের বেশি মানুষ।

প্রশাসন জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী তার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এক নারী পাশের মরিচখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে তিনি খোঁজ নিতে গিয়ে ভুট্টা ক্ষেতে নবজাতকটিকে দেখতে পান। পরে স্থানীয়রা জড়ো হয়ে প্রশাসনকে খবর দেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে শিশুটির চিকিৎসা চলছে।

হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহিন জানান, নবজাতকটি সুস্থ আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রাজনের কবর ভাঙচুর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রাজনের কবর ভাঙচুর
সংগৃহীত ছবি

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রাজনের কবর ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। 

ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান।

পরিদর্শন শেষে তারা কবর ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানার আহ্বায়ক শাফায়েত ঢালী বলেন, ‘শহীদ রাজন বৈষম্যবিরোধী সংগ্রামের প্রতীক। তার আত্মত্যাগের প্রতি এমন অবমাননা জাতির জন্য লজ্জাজনক ঘটনা। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

স্থানীয় এলাকাবাসীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, শহীদদের প্রতি সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এর আগে গত ১৪ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর শহীদ সায়েমের কবর ভেঙে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ওই ঘটনায় মামলা হলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। 

মন্তব্য

বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের
সংগৃহীত ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

মাহিন মুসা শেখের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট। ছোট ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারটি।

কোনোভাবেই মেনে নিতে পারছে না যেন এ মৃত্যু। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ও নিহত মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো তার ইঞ্জিন চালিত ইট-বালু টানা ‘খেক্কর গাড়ি’ নিয়ে সকালে বের হয়। এদিন কাজ শেষে দুপুরে খাবারের জন্য বাড়িতে আসতেছিল। তিনি বাড়ির কাছাকাছি এলে গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় সড়কের পাশের বেড়ায় ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই ছেলে মাহিনের মৃত্যু হয়।

সন্তানের করুন মৃত্যুতে শোকে মুসা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আরো পড়ুন
গরমে সুস্থ থাকতে কী করবেন কী করবেন না

গরমে সুস্থ থাকতে কী করবেন কী করবেন না

 

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, ‘মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হবার সময় তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশু মুসার গাড়িতে চড়ে রাস্তায় এসে নেমে যায়। আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতো। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে যেত বাবার কাছে।

আজও মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেলো।’

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুনর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সন্ধ্যায় বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়েছে। 

মন্তব্য
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ

রামগতির সেই বালু ব্যবসায়ীদের জরিমানা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতির সেই বালু ব্যবসায়ীদের জরিমানা
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রামগতিতে সড়কের পাশে সরকারি ডাকঘর ও স্কুলের মাঠ দখল করে অবৈধ এবং ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রয়, পরিবহনের অপরাধে বালু ব্যবসায়ীদের ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে গত ১৯ এপ্রিল দৈনিক কালের কণ্ঠে ‘ডাকঘরের সামনে বালু ব্যবসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। এর জের ধরে শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ভাই ভাই তেমুহনী থেকে নুরিয়া হাজিরহাট এলাকায় গড়ে ওঠা এসব বালু ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হয়। এ সময় সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, কিছুদিন আগে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় এসংক্রান্ত একটি প্রতিবেদন চোখে পড়ে। তখন প্রশাসনিক ঝামেলা থাকায় অভিযান পরিচালনা করতে দেরি হয়েছে।

মন্তব্য

ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ
শেয়ার
ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা
সংগৃহীত ছবি

ঝিনাইদহ জেলাজুড়ে অনলাইন জুয়ার আসরে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে। বিটিআরসির অননুমোদিত মোবাইল অ্যাপে চলছে রমরমা এই জুয়ার বাণিজ্য। দেখে বোঝার উপায় নেই, হাতে থাকা মোবাইল ফোনেই অপরাধ জগতে নিমজ্জিত তরুণরা। অ্যানড্রয়েড মোবাইল দিয়ে অ্যাপের মাধ্যমে চলছে অবৈধ এসব লেনদেন।

সূত্র বলছে, অনলাইন জুয়ার মাধ্যমে জেলার ছয়টি উপজেলা থেকে প্রতি মাসে অন্তত শত কোটি টাকা লেনদেন হচ্ছে। এই জুয়ার আসর শহর থেকে গ্রাম ও পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে। তবু এ নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে অভিভাবকদের মধ্যে বেড়েছে উদ্বেগ ও শঙ্কা।

আরো পড়ুন
দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

 

জানা গেছে, বিটিআরসির অননুমোদিত অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনলাইন জুয়ার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। এসব ক্ষতিকর অ্যাপ পরিচালনা করতে গিয়ে ভিপিএন সফটওয়্যারের ব্যবহার বেড়েছে। বিভিন্ন সময় প্রতারকচক্রটির কয়েকজন সদস্য গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে তারা আবারও চালিয়ে যাচ্ছে ভার্চুয়াল এ প্রতারণা। অনলাইন জুয়ায় মোটা টাকা খুইয়ে অনেক তরুণ নিঃস্ব হয়েছে।

আবার অনেকে দেনার দায়ে বাপ-দাদার সহায়-সম্পত্তি বিক্রি করে যাযাবর জীবনযাপন করছে। 

অনলাইন জুয়া তদারকির জন্য রয়েছে স্থানীয় একাধিক এজেন্ট, যারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার গ্রহকদের আইডি তৈরি করে দেওয়ার নামে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। একজন গ্রহক নিজের আইডি চালু করার পর অন্য আরেকজনকে আইডি চালু করাতে পারলে পায় বাড়তি বোনাস। এসব বোনাস ও রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, বেকার যুবকসহ নানা বয়সের মানুষ। পেশাজীবী ও শ্রমজীবীরাও এ জুয়ায় মেতেছে।

সূত্র আরো জানায়, অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে জুয়ার মাধ্যমে উপার্জিত টাকা এ দেশের অনুমোদিত কোনো ব্যাংকেই লেনদেন করা সম্ভব নয়। ফলে স্থানীয় এজেন্টদের মাধ্যমেই এসব জুয়ার টাকা উত্তোলন করা হয়। এ কারণে আইন-শৃঙ্খলা রক্ষ বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের চাকলাপাড়া এলাকার এক অনলাইন জুয়াড়ি বলেন, ‘জুয়া মানেই ফাঁদ। জেনে বুঝেই লাভের আশায় আমি এ জুয়ার ফাঁদে পড়েছিলাম। এজেন্টরা আমাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে উধাও হয়ে পড়েন। এই প্রক্রিয়াটি বেআইনি হওয়ায় আমরা আইনি সহায়তা নিতে পারি না।’

আরো পড়ুন
পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর

পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর

 

জেলার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, ‘এ ধরনের সংঘবদ্ধ অপরাধচক্রের ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে প্রশাসনকে আরো বেশি সোচ্চার হতে হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, ‘অনলাইন জুয়ার বিষয়টি আমরা শুনেছি। তবে সুনির্দিষ্ট ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় কাউকে আইনের আওতায় আনতে পারছি না। পুলিশ এরই মধ্যে অনলাইন জুয়ার বিরুদ্ধে কাজ শুরু করেছে। এ ধরনের অনলাইন জুয়ায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে অভিযোগ করতে পারেন। তাঁদের সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করা হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ