<p>লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে হুমকি দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। দেয়ালগুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’ এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে।</p> <p>দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চলতি বছরেই ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে : ববি হাজ্জাজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736245559-3e648a55d22f0f7b986aa65765efbcdf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চলতি বছরেই ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে : ববি হাজ্জাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/07/1466057" target="_blank"> </a></div> </div> <p>এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে সমন্বয়কদের পরিবার ও স্থানীয়রা। বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায় এলাকাবাসী।</p> <p>লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামূল হক বলেন, “কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশির ভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736245264-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/07/1466053" target="_blank"> </a></div> </div> <p>অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।’</p>