<p>ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনয় জগতে অপ্রতিদ্বন্দী এক নাম। অভিনয় দক্ষতা দিয়ে চলচিত্রাঙ্গনে তিনি সেরাদের সেরা হয়ে শীর্ষ অবস্থান দখল করে নিয়েছেন। শাকিবের সিনেমা মানেই হিট। দর্শকের উপচে পরা ভিড়। তবে অভিনয় জগতে সফলতা অর্জন করলেও খেলার মাঠে একের পর এক হেরেই চলছে শাকিবের দল ঢাকা ক্যাপিটালস। বলতে গেলে, খেলার মাঠে ধরাশায়ী বিনোদন অঙ্গনের সুপারস্টার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করে তোপের মুখে পপতারকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736324565-d4d0a896c5a1d76af882414b6f86625f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করে তোপের মুখে পপতারকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466430" target="_blank"> </a></div> </div> <p>বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর এবারের ১১তম আসরে অন্যতম আকর্ষণ ছিল ঢাকা ক্যাপিটালসের স্বত্বাধিকারী কিং খান শাকিব খানের দলটি। কিন্তু গত ৩০ ডিসেম্বর খেলা শুরুর পর থেকেই একের পর এক হার হজম করে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। যদিও দলটিতে লিটন দাস, মোস্তাাফিজুর রহমান, থিসারা পেরারা, জনসন চার্লস, আমির হামজার মতো খেলোয়াড়রা রয়েছেন। তবুও এখন পর্যন্ত খেলায় কোনো জয়ের স্বাদ পায়নি দলটি।</p> <p>গত ৩০ ডিসেম্বর চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচেই ৪০ রানের ব্যবধানে হারে দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী, তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স এবং চতুর্থ ম্যাচে আবারও রংপুর রাইডার্সের কাছে হারে ঢাকা ক্যাপিটালস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রেসিং ট্র্যাকে গাড়ি ভেঙে চুরমার, কেমন আছেন অভিনেতা অজিত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317096-d07c63bc50b89f3f2857df0079dc8102.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রেসিং ট্র্যাকে গাড়ি ভেঙে চুরমার, কেমন আছেন অভিনেতা অজিত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466388" target="_blank"> </a></div> </div> <p>তবে হার দিয়ে সমর্থকদের হতাশা না হওয়ার অনুরোধ করেছেন দলটির খেলোয়াড়রা। আগামী ম্যাচ গুলোতে দলটি ঘুরে দাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।</p> <p>এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন চলচ্চিত্র ‘বরবাদ’ নিয়ে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। এছাড়া, ‘বরবাদ’-এর একটি আইটেম গানে পারফরম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।</p>