<p style="text-align:justify">ভয়ার্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। নিজেদের বাড়ি-গাড়ি ফেলে জীবন বাঁচাতে ছুটছেন তারা। দাবানলের ঘটনায় প্রাণহানির ৫ জনে দাঁড়িয়েছে।</p> <p style="text-align:justify">লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকেও ধেয়ে আসে আগুন। এই এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। আগুনের কবলে পড়ে তাদের অনেকে ঘরবাড়ি ছেড়েছেন।</p> <p style="text-align:justify">বুধবার অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডসসহ অনেকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।</p> <p style="text-align:justify">পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ঘরবাড়ি ছেড়ে যাওয়া মানুষদের গাড়িতে ভরে গেছে রাস্তাগুলো। কেউ কেউ তাদের গাড়ি ফেলে চলে গেছেন। কারণ, আগুন রাস্তার খুব কাছাকাছি পৌঁছে গেছে।</p> <p style="text-align:justify">অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন তাদের গাড়ি রাস্তায় ফেলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের এবং প্রিয়জনদের নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।</p> <p style="text-align:justify">হলিউড অভিনেতা মার্ক হ্যামিল একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।</p> <p style="text-align:justify">কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৩ হাজারের বেশি বাড়ি আগুনের হুমকির মুখে রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়ির সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরান থেকে মুক্তি পেলেন ইতালির সেই সাংবাদিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736392696-df0b9ccbeac06a4c4881d16e87047ebc.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইরান থেকে মুক্তি পেলেন ইতালির সেই সাংবাদিক</p> </div> </div> </div> </div> </div> <p style="text-align:justify">হলিউড তারকা জেমস উডস তার বাড়ির কাছে জ্বলন্ত আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, আগুন পামগাছ এবং বাড়ির আশপাশের ল্যান্ডস্কেপিং এলাকা দিয়ে ছড়িয়ে পড়ছে। তিনি লিখেছেন, ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি, যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু একসঙ্গে হারানোর যন্ত্রণা সত্যিই গভীর।</p>