<p>ভাগ্য দেবী যেন মুখ ফিরে তাকাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের দিকে। তা না হলে একের পর এক ম্যাচ হারের তিক্ত স্বাদ পাওয়া ঢাকা জয় পাচ্ছে না কেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে নায়ক শাকিব খানের দল। </p> <p>ঢাকার নামের পাশে সর্বশেষ হারটি যুক্ত হয়েছে আজই। সিলেট স্টেডিয়ামে চিটাগাং কিংসের কাছে ৭ উইকেটের হার দেখেছে তারা। প্রতিপক্ষকে ১৭৮ রানের লক্ষ্য দিয়ে পঞ্চম হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।</p> <p>ঢাকার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে  চিটাগাংয়ের শুরুটা হয় দুর্দান্ত। ওপেনিং জুটিতেই ৫৫ রান যোগ করেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান। বাংলাদেশের ওপেনার ইমন ১৭ রানে ড্রেসিংরুমে ফিরলেও ফিফটি করে থেমেছেন সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি ব্যাটার।</p> <p>টানা দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পথে দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্কের সঙ্গে ৫১ রানের দারুণ এক জুটিও গড়েন উসমান। ১৬৬.৬৬ স্ট্রাইরেটে ৫৫ রানে ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছক্কায়। সতীর্থর মতো পরে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্লার্কও। তার ৪ চার ও ১ ছয়ের ইনিংসটি থামে ৩৯ রানে।</p> <p>চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়ে ৩৩ রানের ইনিংস খেলেছেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ২২ বলের ইনিংসটি সাজিয়েছেন সমান ২ চার ও ছক্কায়।  আর শেষ দিকে ১৪ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে ঢাকার বুকের কষ্টটা আরো দীর্ঘায়িত করেন শামীম হোসেন পাটোয়ারি। ২১৪.২৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ১ ছক্কায়।</p>