<p style="text-align:justify">শরীয়তপুরের জাজিরা থানা থেকে ওসি আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে জাজিরা থানা ভবনের ওসির শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।</p> <p style="text-align:justify">শরীয়তপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার জাজিরা থানায় গত ১৪ সেপ্টেম্বর বরিশাল জেলার মুলাদী থানার আল- আমিন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় ইন্সপেকশন বাংলো (পদ্মা) রুমের মধ্যে ওসি আল-আমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছায় ঝুলে থাকতে দেখা যায়।</p> <p style="text-align:justify">পরে পুলিশ পরিদর্শক ছালাম থানার ডিউটি অফিসারসহ অন্যান্য অফিসার ফোর্সদের জানায়। এরপর সে পুলিশ সুপারসহ বিভিন্ন অফিসারকে অবগত করেন। </p> <p style="text-align:justify">সংবাদ পেয়ে পুলিশ সুপার শরীয়তপুর, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ, ডিআই ওয়ান শরীয়তপুর, ওসিডিবি শরীয়তপুর, দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাজিরা উপজেলার ইউএনও, এসিল্যান্ড ও জাজিরা হাসপাতালের টি এইচ ও আরএমও-কে সঙ্গে নিয়ে ওসি আল-আমিনের মরদেহ থাকার রুমে প্রবেশ করেন। </p> <p style="text-align:justify">তারা জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। </p> <p style="text-align:justify">ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে চিকিৎসক ও পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের প্রকৃত ঘটনা জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।</p> <p style="text-align:justify">শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম মনির কালের কণ্ঠকে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় গামছা প্যাঁচানো ছিল। ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।</p> <p style="text-align:justify">শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ওসি আল আমিনের মরদেহ তার রুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপারসহ অন্যরা। এখন ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে। তার পরিবারকে খবরটি জানানো হয়েছে।</p>