<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে সবজি, পেঁয়াজ, আলু ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরে এলেও চাল ও মুরগির বাজার চড়া। বেশ কয়েক দিন ধরে মুরগির দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে আরো ১০ থেকে ২০ টাকা বেড়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর পর সরবরাহ বন্ধ রেখেছে বেশির ভাগ কম্পানি। এতে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল বাজার, জোয়ারসাহারা ও বাড্ডা কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে ব্রয়লার মুরগি কেজি ১৯৫ থেকে ২১০ টাকায় এবং সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের বাজার স্থিতিশীল। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৪০ টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তেজগাঁও শিল্পাঞ্চল বাজারের মুরগি বিক্রেতা বাবুল হোসেন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে মুরগির কিছুটা সংকট চলছে। এতে দাম বাড়ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার ঘুরে দেখা গেছে, চিকন চালের (মিনিকেট) দাম খুচরায় কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৮৪-৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও প্রায় ৭৫ টাকা কেজিতে বিক্রি হয়। চিকন চালের দাম বাড়ায় মোটা চাল ব্রি-২৮ ও পাইজামের দামও বেড়ে কেজি ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলুর দাম সপ্তাহের ব্যবধানে আরো ১০ টাকা কমেছে। নতুন আলু ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৫০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুন এখনো আগের চড়া দামেই রয়েছে। প্রতি কেজি দেশি রসুন ২৪০ থেকে ২৫০ টাকা এবং আমদানি করা রসুন প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর জোয়ারসাহারা বাজারের সিয়াম স্টোরের বিক্রেতা রমিজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন চাল ছাড়া অন্য অনেক নিত্যপণ্যের দাম কমে গেছে। নতুন আলু ৪০ টাকায় এবং পেঁয়াজও ৫০ থেকে ৬০ টাকায় কেনা যাচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে সবজির দাম আরো কমেছে। এখন বেশির ভাগ সবজি ক্রেতারা ৫০ থেকে ৬০ টাকার মধ্যে কিনতে পারছে। প্রতি কেজি শিম মানভেদে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২০ থেকে ৪০ টাকা। বেগুন মানভেদে প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা টমেটো ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো ৬০ থেকে ৭০ টাকা, লম্বা লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়া প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবজি বিক্রেতারা বলছেন, এবার সবজির উৎপাদন ভালো হওয়ায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এতে দামও কমে এসেছে। সবজির দাম কম থাকায় মানুষজন এখন সবজি খাওয়া বাড়িয়েছে। আগের চেয়ে বেশি করে সবজি নিচ্ছে তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>