ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়
ছবি: কালের কণ্ঠ

প্রকৃতি প্রেমী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। ঈদুল ফিতরের শেষ বিকাল থেকে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) পর্যন্ত লাখো পর্যটকের পদচারণে সাগর কন্যার সব দর্শনীয় স্থানে মানুষের পদচারণে মুখোর হয়ে উঠেছে। বেচা-বিক্রিতে জমে উঠেছে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

সরেজমিন আজ বৃহস্পতিবার দেখা গেছে, ভোরের সূর্য পূব আকাশে উকি দেওয়া থেকে শুরু করে পশ্চিমাকাশে অস্ত যাওয়া পর্যন্ত সৈকতের ঝাউব, নারিকেল ও তাল বাগান, গঙ্গামতিচর, কাউয়ারচর, লেম্পুরবন, ফাতরাবনসহ রাখাইনদের ঐতিহাসিক স্থাপনায় পর্যটকের উপচেপড়া ভিড়। 

আরো পড়ুন
বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের : জয়শঙ্কর

বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের : জয়শঙ্কর

 

ঢাকা থেকে আসা মোস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, আমরা টানা ৯ দিনের ছুটি পেয়েছি। তাই ৪ দিন কুয়াকাটায় থাকব এবং এখানকার সব দর্শনীয় স্থান পরিদর্শন করব। কেননা কুয়াকাটার সৌন্দর্য এক-দুদিনে দেখে শেষ করা যায় না।

তাই আমরা হাতে সময় নিয়ে এসেছি। আমাদের মতো লাখো পর্যটক কুয়াকাটায় বেড়াতে এসেছেন।

কুয়াকাটা সৈকত সংলগ্ন ব্যবসায়ী মো. সুলতান আহম্মেদ বলেন, আমাদের এখন কথা বলার সুযোগ নাই। ভোর থেকে শেষ রাত পর্যন্ত চলে বেচা-বিক্রি।

প্রতিদিন কুয়াকাটায় হোটেল-মোটেল থেকে সৈকতের ফটোগ্রাফার পর্যন্ত সব সেক্টরে শতকোটি টাকার বাণিজ্য হচ্ছে।

আরো পড়ুন
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত

 

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পর্যটক সেবা নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটার সর্বত্রই আমরা র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ গোয়েন্দাদের বহু টিমে বিভক্ত করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাফারি পার্কের তিনজনকে বদলি

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
সাফারি পার্কের তিনজনকে বদলি

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমীন আক্তার এ তথ্য জানান। 

কালের কণ্ঠকে তিনি জানিয়েছেন, এরই মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে। তারা হলেন- সাফারি পার্কের বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক আনিছুর রহমান, বন বিট কর্মকর্তা হারুন-অর রশিদ ও জুনিয়র বন্যপ্রাণী স্কাউট মামুন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘এটা বন বিভাগের নিয়মিত বদলির অংশ। এ ছাড়া একজন আউটসোর্সিং কর্মচারীকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

গত ২৩ মার্চ সাফারি পার্কটির লাম চিতা-১ বেষ্টনীর জাল কেটে একসঙ্গে আফ্রিকান তিনটি লেমুর চুরি হয়। চুরির ঘটনাটি গণমাধ্যমে ফলাওয়ের পর আজ দুপুরে সাফারি পার্কটি পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এরপর আজ রাতে বদলির ওই চিঠি পান দুই কর্মকর্তাসহ তিনজন। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমীন আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘ওই তিনজনকে মঙ্গলবার বদলি করা হয়েছে।’

মন্তব্য

বন্ধুদের সঙ্গে মার্কেটের ছাদে আড্ডা, পড়ে কলেজছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বন্ধুদের সঙ্গে মার্কেটের ছাদে আড্ডা, পড়ে কলেজছাত্রের মৃত্যু
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে বহুতল একটি মার্কেটের ছাদ থেকে পড়ে মো. সিরাজ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নিউ মার্কেটের ছাদ থেকে পড়ে তার মৃ্ত্যু হয়। 

সিরাজ পৌর শহরের লিল্লাহ মসজিদ এলাকার নাছির উদ্দিন বাড়ির ট্রাক চালক ফারুকের ছেলে ও দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজ নিউ মার্কেটের ছাদে তার তিন সহযোগী মোবারক, আল আমিন ও ফারুককে নিয়ে আড্ডা দিতে যায়।

সেখানে তারা গাঁজা সেবন করে। এর একপর্যায়ে সে ছাদ থেকে পড়ে  আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
 

এদিকে ঘটনার পর তার বন্ধু এবং স্বজনরা মোবারক নামে এক যুবককে আটক করে মারধর করে নিউ মার্কেটে আটকে রেখেছে। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের রিয়াজ হোসেনের ছেলে।

আরো পড়ুন
সিলেট সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সিলেট সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

 

সিরাজের স্বজনরা জানান, সিরাজ দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিউ মার্কেটের ছাদে যায়।

সে প্রায় সময় সেখানে বন্ধুদের সাথে আড্ডা দিত। বিকেলের দিকে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠায় চিকিৎসক। পথিমধ্যে সে মারা যায়।
রাত ৮ দিকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলা, ছাত্রদল-যুবদল নেতা আটক

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলা, ছাত্রদল-যুবদল নেতা আটক

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা এবং গাঁজা সেবন করে। ছাদ থেকে সিরাজ নিচে পড়ে মারা যায়। সিরাজের স্বজনরা মোবারক নামে একজনকে ধরে মারধর করে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। সিরাজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
প্রতীকী ছবি

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বেবি বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-বলাকইড় গ্রামীণ সড়কের বলাকইড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বেবি বেগম গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় গ্রামের মো. চাহার আলী মোল্লার স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে করে বনগ্রাম থেকে বলাকইড়ের দিকে যাচ্ছিলেন রুবেল শেখ।

 

এসময় দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা বেবি বেগম। দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে বেবী বেগম গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেবি বেগম মারা যান।

মন্তব্য

সিলেট সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেট সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
সংগৃহীত ছবি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ভারতীয় বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে সিলেটের তামাবিল ইমিগ্রেশনে দিয়ে তাদের ফেরত পাঠায় ভারত।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন—জামালপুরের বক্সিগঞ্জ থানার মো. উমর ফারুখ (২৬), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার মো. হুমায়ুন কবির (২৬), শেরপুর জেলার ঝিনাইগাতি থানার মো. রাসেল মিয়া (২০), ফরিদপুরের নগরকান্দা থানার মো. সুজন মোল্লা (৩৬), নরসিংদীর শিবপুর থানার মো. ইউসুফ মিয়া (২৩), রাজশাহীর গোদাগঞ্জ থানার মো. সাহেব আলী (২৩), একই এলাকার মো. মিজানুর রহমান (২৬), মো. সোহেল রানা (২৫), মো. আবু বক্কর (২৩), মো. আব্দুল করিম (৪৫), নেত্রকোনার কলমাকান্দা থানার মো. শামীম (৩৭), একই এলাকার মো. হাবিবুল্লাহ (৩৪), মো. নাজির আহমেদ (৪০), ময়মনসিংহের মুক্তাগাছি থানার মো. বিপ্লব মিয়া (২২)।

আরো পড়ুন
পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হলেন এক বছর আগে মৃত‌ অধ্যাপক

পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হলেন এক বছর আগে মৃত‌ অধ্যাপক

 

তামাবিল ইমিগ্রেশ পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ১৪ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও দেশটির পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।

আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ১৪ জন বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হওয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনের নিকট হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) এসআই মো. শামীম মিয়া।

আরো পড়ুন
ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব কেমন হবে, জানালেন বিশেষজ্ঞরা

ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব কেমন হবে, জানালেন বিশেষজ্ঞরা

 

তিনি জানান, ‘দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ১৪জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ