ফরিদপুরের বোয়ালমারীতে রিয়া বেগম (২৪) নামের এক গৃহবধূর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মাহফুজুর রহমান সজলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিয়া বেগম ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামে মো. আরজু মল্লিকের মেয়ে।
গৃহবধুর স্বামীকে আটকের বিষয়টি রবিবার দিবাগত রাতে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
আরো পড়ুন
গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামে মো. আরজুল মল্লিকের মেয়ে রিয়া বেগম (২৪) ও একই জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামের মো. নজরুল মোল্যার ছেলে মাহফুজুর রহমান সজলের (৩০) সাথে দুই বছর আগে বিয়ে হয়। রিয়ার স্বামী মাহফুজুর রহমান নারায়ণগঞ্জ জেলায় একটি ওষুধ কম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে ছয় মাস আগে তার স্ত্রী রিয়াকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন।
ঈদের ছুটিতে তারা বাড়িতে ঈদ করতে আসেন।
জানা গেছে, স্বামী মাহফুজুর নারায়নগঞ্জ না নিয়ে গ্রামের বাড়িতে স্ত্রী রিয়াকে রেখে যাবেন বলে জানায়। স্বামীর সাথে নারায়ণগঞ্জের বাসায় যাওয়া নিয়ে রবিবার দুপুরে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন।
তবে নিহত গৃহবধূর মামা হাসান বলেন, ‘আমার ভাগ্নির সঙ্গে জামাইয়ের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে তাকে মেরে ঝুলিয়ে রেখে গলায় ফাঁস দেওয়ার নাটক করেছে। আমাদের মেয়েকে ওরা মেরে ফেলেছে।’
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।