ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬
৫০০ বছরের ঐতিহ্য

বড়বাঘা ঈদ মেলায় হাজারো মানুষের সমাগম

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বড়বাঘা ঈদ মেলায় হাজারো মানুষের সমাগম
ছবি : কালের কণ্ঠ

নাটোরের বাগাতিপাড়ায় ৫০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী বড়বাঘা ঈদমেলা শুরু হয়েছে। ঈদুল ফিতরের দিন থেকে ১৫ দিনব্যাপী চলা এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে উঠছে।

সরেজমিনে দেখা যায়, মেলায় নাগরদোলা, খেলনা, মিষ্টান্ন, কাঠের আসবাবপত্র, মাটির হাঁড়ি-পাতিলসহ নানা রকম পণ্যের শতাধিক স্টল বসেছে। মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাগদাদ থেকে আসা হযরত শাহ সুফি মাওলানা মোবারক দানেশ মান্দ বিন হামিদ (রা.)-এর মাজারসংলগ্ন এলাকায় এ মেলার আয়োজন করা হয়।

স্থানীয় আনিসুজ্জামান বলেন, শৈশব থেকে বাবার সঙ্গে এ মেলায় আসি। এখন নিজের পরিবার নিয়ে আসি।

মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, মেলার আয় দিয়ে হেফজ মাদরাসার ব্যয় নির্বাহ করা হয়।

১৩ বছর ধরে মেলায় কাঠের আসবাব বিক্রি করছেন মঈনুদ্দীন।

তিনি বলেন, এখানে ভালো বিক্রি হয়।

মেলায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রনি (৩২) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনি কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। 

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে কারা হত্যা করেছে এবং কি কারণে করা হয়েছে তা এখনি বলা সম্ভব হচ্ছে না।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’ 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
 

মন্তব্য

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই লাল চাঁন (২২) মারা গেছেন। রবিবার (৬ এপ্রিল) সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক হয়েছে। 

লাল চাঁন মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন
গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সময় তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি শুরু হলে লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন জালাল। 

ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মন্তব্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দোকানে কিছু কিনতে গেলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন জামাল। পরে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে বিষয়টি স্থানীয় সমাজপতিদের অবগত করা হয়।

আরো পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট এ মাসেই

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট এ মাসেই

তারা আরো জানায়, শনিবার রাতে এক সামাজিক বৈঠকে সমঝোতার চেষ্টা করে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রবিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। 

আরো পড়ুন
কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার

কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার

মন্তব্য

গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক
সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে রিয়া বেগম (২৪) নামের এক গৃহবধূর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মাহফুজুর রহমান সজলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিয়া বেগম ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামে মো. আরজু মল্লিকের মেয়ে।

গৃহবধুর স্বামীকে আটকের বিষয়টি রবিবার দিবাগত রাতে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। 

আরো পড়ুন
গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

 

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামে মো. আরজুল মল্লিকের মেয়ে রিয়া বেগম (২৪) ও একই জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামের মো. নজরুল মোল্যার ছেলে মাহফুজুর রহমান সজলের (৩০) সাথে দুই বছর আগে বিয়ে হয়। রিয়ার স্বামী মাহফুজুর রহমান নারায়ণগঞ্জ জেলায় একটি ওষুধ কম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে ছয় মাস আগে তার স্ত্রী রিয়াকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন।

ঈদের ছুটিতে তারা বাড়িতে ঈদ করতে আসেন। 

জানা গেছে, স্বামী মাহফুজুর নারায়নগঞ্জ না নিয়ে গ্রামের বাড়িতে স্ত্রী রিয়াকে রেখে যাবেন বলে জানায়। স্বামীর সাথে নারায়ণগঞ্জের বাসায় যাওয়া নিয়ে রবিবার দুপুরে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন।

 

তবে নিহত গৃহবধূর মামা হাসান বলেন, ‘আমার ভাগ্নির সঙ্গে জামাইয়ের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে তাকে মেরে ঝুলিয়ে রেখে গলায় ফাঁস দেওয়ার নাটক করেছে। আমাদের মেয়েকে ওরা মেরে ফেলেছে।’

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ