<p><strong>ধর্ম পাতা থেকে বহু পাঠক উপকৃত হচ্ছে</strong></p> <p>মো. আব্দুল হামিদ, উপপরিচালক, পদ্মা সেতু, ঢাকা</p> <p>আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!</p> <p>প্রিয় পত্রিক কালের কণ্ঠে ইসলামী জীবন পাতার সম্মানিত লেখক ও পাঠকবৃন্দ, আমি ইসলামী জীবন পাতার নিয়মিত পাঠক। এই পাতার লেখাগুলোর মাধ্যমে আমিসহ সব পাঠক বিশেষভাবে উপকৃত। আমরা এর মাধ্যমে মহান আল্লাহ ও প্রিয় রাসুল মুহাম্মদ (সা.)-এর দ্বিন এবং পার্থিব জীবনে মুমিনের জীবনধারা কেমন হবে তা জানতে পারি। কালের কণ্ঠ ইসলামী জীবন পাতার সম্মানিত কাসেম শরীফ, মুফতি মো. মর্তুজা, আতাউর রহমান খসরুসহ সব আলেম-আলেমা, হাফেজ-হাফেজা ও ইসলামিক স্কলারদের আল্লাহ তাঁর ‘রাসুলের রাসুল’ (প্রিয় নবীর প্রতিনিধি) হিসেবে কবুল করুন এবং তাঁদের উত্তম জ্ঞান ও প্রতিদান দিন। আমিন।</p> <p> </p> <p><strong>আত্মশুদ্ধির পথে অনুপ্রেরণা ইসলামী জীবন পাতা</strong></p> <p>মুজাহিদুল ইসলাম, অ্যাডমিন, উম্মুল কুরা একাডেমি, খুলনা</p> <p>ইসলামী মূল্যবোধের প্রচার ও আত্মশুদ্ধির পথে পাঠকদের অনুপ্রাণিত করতে কালের কণ্ঠের ‘ইসলামী জীবন’ পাতাটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ১৫ বছরের এই দীর্ঘ যাত্রায় পাতা‌টি শুধু নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির আহ্বানেই সীমাবদ্ধ নয়, বরং সময়ের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইসলামের ঝলমলে ইতিহাস ও জ্ঞানভাণ্ডার থেকে সমাধান তুলে ধরেছে। ইসলামী জীবন পাতা সমাজের প্রতিটি স্তরে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাসঙ্গিক ও যুক্তিসংগত আলোচনার মাধ্যমে পাঠকের চিন্তার জগেক প্রসারিত করেছে।</p> <p>১৫ বছর পূর্তিতে কালের কণ্ঠ এবং ইসলামী জীবন পাতার সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।</p> <p> </p> <p><strong>তথ্যবহুল আর্টিকল প্রয়োজন হলে ধর্ম পাতা দেখি</strong></p> <p>মো. মাকসুদুর রহমান, ধর্মীয় শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী</p> <p>আমি কালের কণ্ঠের একজন নিয়মিত পাঠক, বিশেষ করে ইসলামী পাতা আমার সব চেয়ে পছন্দের একটি জায়গা। ছাপার অক্ষর ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার এক অনন্য অসাধারণ প্রয়াস এই পাতার মাধ্যমে পরিলক্ষিত হয়। অন্যান্য পত্রপত্রিকার মতো কালের কণ্ঠের এই পাতার লেখাগুলোতে গদবাঁধা কোনো বিষয় থাকে না। এই পাতার বিষয় নির্বাচনের বিষয়টি সব সময়ই গোছালো, সুন্দর ও মনোমুগ্ধকর।</p> <p>আমাদের জন্য এমন একটি সুন্দর আয়োজন করার জন্য কালের কণ্ঠের সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠ পরিবারকে অভিনন্দন জানাই।</p> <p> </p> <p><strong>তরুণদের স্বপ্নপূরণে সহায়ক হবে কালের কণ্ঠ</strong></p> <p>প্রভাষক, আমজাদ হোসেন আজমী, কলেজ শিক্ষক ও সংগঠক চিলমারী, কুড়িগ্রাম</p> <p>দৈনিক কালের কণ্ঠ দেশের একটি প্রভাবশালী জাতীয় দৈনিক। দীর্ঘ ১৫ বছর পত্রিকাটি সুশাসন ও ন্যায়বিচারের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের কথা বলবে বলে আশা করি। কালের কণ্ঠের সংবাদের পাশাপাশি আমি স্বাস্থ্য, শিক্ষা ও ধর্ম পাতাটি নিয়মিত পড়ি। কালের কণ্ঠের ধর্ম পাতা অন্য যেকোনো ধর্ম পাতার তুলনায় এগিয়ে রয়েছে তা অবশ্যই স্বীকার করতে হবে। কেননা এখানে মুসলমানের ধর্মীয় জীবন যাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সব বিষয় নিয়েই আলোচনা করা হয়। আমি দৈনিক কালের কণ্ঠের বহুল প্রচার কামনা করি।</p> <p> </p> <p><strong>ইসলামী জীবন পাতা সৃজনশীলতায় ভরপুর</strong></p> <p>ডা. রুমানা স্বাতী, সিনিয়র মেডিক্যাল অফিসার বিআরবি হাসপাতাল, ঢাকা</p> <p>আমি কালের কণ্ঠের একজন নিয়মিত পাঠক। এ পত্রিকার ইসলামী পাতা আমার খুবই পছন্দের। কেননা এই পাতায় একজন মুসলিমের দৈনন্দিন জীবনযাত্রার বিষয়গুলো নান্দনিক ভাষায় তুলে ধরা হয়। আকর্ষণীয় উপস্থাপনা ও সৃজনশীলতায় ভরপুর থাকে প্রতিদিনের লেখাগুলো। এ পাতার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয় ঈমান তথা বিশ্বাস ও আমল তথা দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে বিস্তৃত জ্ঞান লাভের সুযোগ হয়। আমি আশা করি, পত্রিকাটি পাঠকের চাহিদা পূরণে ইসলামী বিষয়গুলো আগের মতো সুন্দরভাবে উপস্থাপন অব্যাহত রাখবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমি কালের কণ্ঠ ও সংশ্লিষ্টদের সবার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি।</p> <p> </p> <p> </p>