<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কালের কণ্ঠের একজন নিয়মিত পাঠক ও লেখক। এই সংবাদপত্রটি ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা রাখল। পাঠক ও লেখক হিসেবে এটি আমার জন্য বিশেষ পাওয়া। আমি যেহেতু পত্রিকাটির জন্মলগ্ন থেকেই পাঠক ও লেখক হিসেবে সঙ্গে রয়েছি, এ জন্য আমার অনুভূতি বিশেষ ধরনের। আমার নিজের চিন্তা-চেতনা এবং মত প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে কালের কণ্ঠের জন্মদিন আমার বিশেষ আবেগের জায়গা দখল করে। ১৫টি বছর ধরেই নিয়মিত লিখেছি কালের কণ্ঠে। এই সংবাদপত্রটি আমার পরিবারের নিয়মিত সদস্য। সংবাদপত্রটি যখন থেকে পাঠকদের হাতে পৌঁছাতে শুরু করে, তখন থেকেই সবাই বুঝতে পারে যে সংবাদের তথ্যনিষ্ঠতা, সম্পাদকীয় ও মতামত কলাম থেকে নিয়ে সাপ্তাহিক নানা ফিচার পাতায় নতুনত্ব এবং এর দৃষ্টিভঙ্গিগত একাগ্রতা পাঠকদের এই উপলব্ধিকে সমর্থন দিয়েছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে লড়াই সাধারণ জনগণ চালিয়ে আসছে, দীর্ঘদিন থেকে তার অন্যতম সঙ্গী হিসেবে গত ১৫ বছর সাধারণ জনগণের অতি পরিচিত এই পত্রিকাটি সঙ্গে রয়েছে। বিশেষ করে তরুণদের ভাবনার সঙ্গে মিল রেখে রাজনীতি, অর্থনীতি, সমাজ-সংস্কৃতির অন্যতম ধারক হিসেবে এই পত্রিকাটি সব সময়ই আমাদের পাশে থেকেছে। দেশের যেকোনো সংকটকালে সংকট উত্তরণের পথ অনুসন্ধানে যেভাবে কাজ করে চলেছে, তা নিঃসন্দেহে অনবদ্য এবং অনন্য। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সব সময়ই চেয়েছি যে সব রাজনৈতিক প্রতিষ্ঠান কার্যকর হয়ে ওঠার মধ্য দিয়ে একটি দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক। আর আমাদের এই চাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই অপরিপূর্ণতা রাখেনি কালের কণ্ঠ। একটি সমাজ, রাষ্ট্র এবং অর্থনীতি কিভাবে দেশের জন্য আদর্শ করে গড়ে তোলা যায়, তার </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে অটল" height="259" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11. january/10-01-2025/121/3.jpg" style="float:left" width="321" />রূপরেখা প্রস্তুত করতে দীর্ঘ লড়াইয়ে ভূমিকা রেখে চলেছে সংবাদপত্রটি। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কার্যকারিতার পথে হাঁটানো যায়, সেই সংগ্রামে পত্রিকাটির অনবদ্য ভূমিকা আমার চিন্তাকে সব সময়ই প্রভাবিত করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের রাজনীতি বরাবরই প্রচণ্ডভাবে বিভক্ত, অস্থিতিশীল এবং অনিশ্চিত। গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে যে ন্যূনতম কর্ম সম্পর্ক থাকা দরকার, তারও অনুপস্থিতি নিয়ে কালের কণ্ঠের নিয়মিত প্রতিবেদন আমাদের আনন্দিত করে। তবে বেদনাদায়ক হলেও সত্য যে স্বাধীনতার প্রায় ৫৪ বছর পরও আমরা গণতন্ত্রকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে পারিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। নির্বাচন কিভাবে হবে, সে বিষয়েও রাজনৈতিক দলগুলো মতৈক্যে আসতে পারেনি। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্পষ্টভাবে লক্ষ করা যায় যে দেশে গণতন্ত্রচর্চার রাস্তাটি খুবই কণ্টকময়ভাবে এগিয়েছে। সামরিক ও ছদ্মবেশী সামরিক শাসন এবং নানা কালাকানুনের বেড়াজালে গণতন্ত্রের পথ রুদ্ধ হয়েছে বারবার। সে জন্য গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর এর চর্চায় অনেক অপূর্ণতা ছিল। দীর্ঘ লড়াইয়ের পরও সেই অপরিপূর্ণতা এখনো কাটেনি। কিন্তু কালের কণ্ঠ থেমে নেই। চালিয়ে যাচ্ছে লড়াই। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের দেশে বিদ্যমান রাজনৈতিক চরিত্র, বিশেষত প্রশাসন ও পুলিশের কাজকর্ম, বিচারব্যবস্থা ও রাজনীতি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব ক্ষেত্রেই বিচ্যুতি রয়েছে। আর বিচ্যুতি কাটিয়ে উঠতে গত ১৫ বছর কালের কণ্ঠের লড়াই বিশেষভাবে স্মরণ করার মতো। তরুণরা সব সময়ই চায় দেশের সব বিচ্যুতি দূর হোক। আর সেই প্রত্যাশা কালের কণ্ঠ পূরণ করতে বদ্ধপরিকর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ ও সহনশীলতার চর্চা যাতে হয়, সে জন্য এর সম্পাদকীয়তে দিনের পর দিন আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। উপসম্পাদকীয় বা মতামত কলামগুলোতে পরামর্শ দেওয়া হয়েছে; সমাজ-রাজনীতি-প্রশাসনের ত্রুটিবিচ্যুতিগুলো দেখিয়ে দেওয়া হয়েছে; দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও ছোট-বড় নানা অনিয়ম নিয়ে সংবাদপত্রটি প্রতিদিন সংবাদ প্রকাশ করে চলেছে। ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব যেখানে ঘটেছে, পত্রিকাটির অনুসন্ধানী চোখ সেখানে পড়েছে। দেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদ যখনই ফণা তুলেছে, সংবাদপত্রটি তা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রব্যমূল্য তথা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বাজার সিন্ডিকেট, মাদক, ব্যাংক লুটপাটসহ নানা অসংগতি বাদ যায়নি কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদন থেকে। সমাজে ভালো কাজ যেখানে হয়েছে, তরুণদের হাত ধরে যেখানে শুভ কোনো কিছুর সূচনা হয়েছে, সংবাদপত্রটি তাকে অভিনন্দিত করেছে। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, সংস্কৃতি, সামাজিক সুরক্ষা অথবা খেলাধুলা প্রভৃতি বিষয় নিয়ে শুরু থেকেই সংবাদপত্রটি সোচ্চারভাবে সামনে এগিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম থেকেই কালের কণ্ঠ অনলাইনেও প্রকাশিত হয়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষের কাছে তা পৌঁছে যায়। আর এ জন্য কালের কণ্ঠ প্রথম দিন থেকেই ভিন্ন এক মাত্রা পেয়েছে। আর সেই মাত্রা দিনে দিনে পরিপক্বতা পেয়েছে। বিশেষ করে কালের কণ্ঠ সব সময়ই বঞ্চিত ও শোষিতদের পক্ষে অবস্থান নিয়েছে। তা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা কালের কণ্ঠের অন্যতম সঙ্গী। সংবাদপত্রের একজন পাঠক হিসেবে, মুক্তবুদ্ধির চর্চায় বিশ্বাসী একজন নাগরিক হিসেবে, তরুণদের চাওয়া-পাওয়া সম্পর্কে অবহিত একজন শিক্ষক হিসেবে আমি চাই, কালের কণ্ঠসহ আমাদের দেশের সংবাদপত্রগুলোর দায়িত্ব পালনের জন্য পরিস্থিতি যেন অনুকূল থাকে। সংবাদপত্রকে প্রতিপক্ষ না ভেবে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের পক্ষের একটি সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করলে এর সুফল পায় দেশ ও দেশের মানুষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে তরুণরা যেভাবে নতুন করে দেশকে নিয়ে ভাবতে চায়, বিশ্বাস করতে চায়, কালের কণ্ঠও সেভাবে ভাবে। প্রতিনিয়ত নতুন ও উদ্ভাবনী চিন্তার প্রকাশ হিসেবে সংবাদপত্রটির যে অগ্রযাত্রা, তা আমরা নিয়মিতই দেখতে চাই। তা ছাড়া আমরা চাই দেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের দুঃখ-দুর্দশা ও বঞ্চনার আরো বেশি বেশি সংবাদ। দেশকে ভালোভাবে বুঝতে, দেশের সঠিক ইতিহাস জানতে পত্রিকাটির যথাযথ ভূমিকা ন্যায্যতার সঙ্গে চলবে, সেটিই আমাদের প্রত্যাশা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কালের কণ্ঠ যে বস্তুনিষ্ঠতা বজায় রেখে চলেছে, তা সত্যি প্রশংসনীয়। সবচেয়ে বেশি ভালো লাগে তখনই, যখন দেখি পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে অটল রয়েছে। আর এ কারণে আমাদের প্রত্যাশাও রয়েছে যে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে কালের কণ্ঠ ন্যায় প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে। গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক সাম্য ও ন্যায়বিচার এবং অসাম্প্রদায়িকতার নীতিতে, মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে কালের কণ্ঠ এগিয়ে যাবে। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিত করার পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠী পর্যায়ে সব ভালো উদ্যোগ ও কর্মতৎপরতার খবরও পাঠকদের সামনে প্রতিনিয়ত উঠে আসবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেটি আমরা প্রত্যাশা করি। একটি সহিষ্ণু, গণতান্ত্রিক, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার লক্ষ্যে এই কালের কণ্ঠের প্রয়াস অব্যাহত থাকবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী বিশ্ববিদ্যালয়</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><a href="mailto:sultanmahmud.rana@gmail.com" style="color:blue; text-decoration:underline">sultanmahmud.rana@gmail.com</a></span></span></span></span></p>