<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতিকে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আংশিক নয়, পুরো সত্য</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> জানানোর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল কালের কণ্ঠ। ২০১০ সালের ১০ জানুয়ারি যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে। প্রকাশের দেড় দশক পেরিয়ে আজ ১৬ বছরে পা রাখল দেশের অন্যতম শীর্ষ এই দৈনিক। অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠের আজ জন্মদিন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ" height="179" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11. january/10-01-2025/121/6678.jpg" style="float:left" width="160" />বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তবুদ্ধি চর্চার মধ্য দিয়ে এই দীর্ঘ পথচলায় মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন পেয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এই দৈনিকটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাপা পত্রিকার পাশাপাশি কালের কণ্ঠ ডটকম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্ভরযোগ্য খবরের আধার হয়ে পাঠকের পাশে পত্রিকাটি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর জমকালো উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কালের কণ্ঠ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা আসেন কালের কণ্ঠ কার্যালয় বা অনুষ্ঠানস্থলে। দেশের খ্যাতিমানদের পাশাপাশি কালের কণ্ঠ পরিবারের সদস্য ও পাঠক-শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। এবারও ব্যতিক্রম হচ্ছে না। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিষ্ঠার দেড় দশক পূর্তি উপলক্ষে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংস্কারে স্বপ্নের আগামী</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> প্রতিপাদ্যে কালের কণ্ঠের মূল পত্রিকার সঙ্গে থাকছে বিশেষ আয়োজন। গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সুশাসন, ন্যায়বিচারের পথে নতুন যাত্রা সূচিত হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার বিপ্লবে। বৈষম্যহীন সমাজ গঠনে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। আগামী দিনের বাংলাদেশ কেমন চাই, সে রকম একটি চিত্র পাওয়া যাবে পাঁচ পর্বের এই আয়োজনে। প্রতিদিন থাকছে ১৬ পৃষ্ঠার এই বিশেষ আয়োজন। আজ প্রকাশিত হয়েছে প্রথম পর্ব। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেড় দশক পূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণের সূচনা করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় তাঁকে কালের কণ্ঠের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল গোলাপ উপস্থাপক, বিশিষ্ট লেখক ও যায়যায়দিন প্রতিদিনের সম্পাদক শফিক রেহমান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক হায়দার আলী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন পাভেল, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের ম্যানেজিং এডিটর রুহুল আমিন রাসেল, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক লুত্ফর রহমান হিমেলসহ অনেকে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কেক কাটার পর এই অনুষ্ঠানেই কালের কণ্ঠের শুরু থেকে এ পর্যন্ত কর্মরত ৯৯ জন কর্মীকে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একসঙ্গে দেড় দশক</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে বর্তমানে দৈনিকটির বিভিন্ন বিভাগে কর্মরত সেরা কর্মীদেরও সম্মাননা দেওয়া হয়েছে। </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একসঙ্গে দেড় দশক</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> সম্মাননা প্রাপ্ত এবং সেরা কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় আজ শুক্রবার সকাল ৯টায় রয়েছে প্রতিনিধি সভা ও সেরা মফস্বলকর্মী পুরস্কার বিতরণ। সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় ফের কেক কাটা হবে। বিকেল ৫টা থেকে কালের কণ্ঠ কার্যালয়ে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।</span></span></span></span></span></p> <p> </p>