ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

সিলেটে প্রবাসী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে প্রবাসী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেটে আলোচিত প্রবাসী রশিদ হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের দিনেরটুক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজু আহমদ (২০) সিলেটের কানাইঘাট থানার খালপার এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গত রবিবার রাত ১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন কাতারপ্রবাসী রশিদ আহমদ (২৮)।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা খুনিদের বাড়িঘর পুড়িয়ে দেয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, ‘সাজু আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে বম নারী আহত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে বম নারী আহত
সংগৃহীত ছবি

বান্দরবানে চিম্বুক পাহাড় এলাকায় বুনো ভালুকের আক্রমণে পাহাড়ি বম জাতিগোষ্ঠীর এক নারী গুরুতর আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বান্দরবান সদরের টংকাবতী ইউপির চিম্বুক বাগান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী নাম-ইস্টার বম (৩২)। তিনি টংকাবতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা প্রাণ জুয়াল বমের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, ইস্টার বম ও তার স্বামী প্রাণ জুয়াল বম সকালে লাইরুনপি পাড়া থেকে এম্পু পাড়ায় অসুস্থ ছোট বোনকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চিম্বুক-বান্দরবান প্রধান সড়কের ১১মাইল বাগান পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক ভালুক সড়কের পাশে ঝোপ-ঝাড় থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর আক্রমণ করে।

আরো পড়ুন
যেদিকে পুলিশ অনুপস্থিত সেদিকেই ছিনতাই হয় : জিএমপির উপকমিশনার

যেদিকে পুলিশ অনুপস্থিত সেদিকেই ছিনতাই হয় : জিএমপির উপকমিশনার

 

ভালুকের হামলায় ইস্টার বমের কোমর, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হৈচৈ শুরু করলে ভালুকটি জঙ্গলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত ইস্টার বমকে উদ্ধার করে বান্দরবান শহরের বেসরকারি ক্লিনিক ইমানুয়েলে ভর্তি করে।

তার নিকট আত্মীয় সানপুই বম জানান, ইস্টার বমকে কোমরে অনেক বড় ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে অস্ত্রপাচার করা হয়েছে।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ জানান, ইস্টার বমকে বর্তমানে শহরে একটি ক্লিনিককে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
কালের কণ্ঠ মাল্টিমিডিয়া

চট্টগ্রামে দিনব্যাপী মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে দিনব্যাপী মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার দিনব্যাপী মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) নগরীর লালখান বাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগে কর্মরত প্রতিনিধিরা।

এদিন মোজো সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণে উঠে আসে মোবাইল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনার নানা বিষয়াদি। কর্মশালার একটি সেশনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।

এ সময় তিনি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম বিভাগের কর্মরত সাংবাদিকদের সত্য ও সাহসী সাংবাদিকতা করার নির্দেশনা দেন।

কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ এই কর্মশালায় মোট তিনটি সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক ও পরামর্শক মাশাহেদ হাসান সীমান্ত, ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী ও কালের কণ্ঠের ডেপুটি হেড অফ মাল্টিমিডিয়া রাজীবুল হাসান। 

এতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের মানবসম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন রাজীব ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম সমন্বয়ক এনায়েত হোসেন মিঠু।

এই প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল ব্যবহার করে একজন সাংবাদিক কীভাবে চিত্রধারণ, সম্পাদনা এবং দ্রুত নির্ভুল সংবাদ তৈরি করে দর্শকের সামনে সাবলীলভাবে উপস্থাপন করতে পারে সেটির নানা কলাকৌশল আয়ত্ত করেন কালের কণ্ঠের মোজো সাংবাদিকরা।

এদিকে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশের সকল বিভাগে মোজো সাংবাদিকতা নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বলে জানান ডেপুটি হেড অফ মাল্টিমিডিয়া রাজীবুল হাসান।

কর্মশালা শেষে মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নেওয়া কালের কণ্ঠ ডিজিটালের চট্টগ্রাম বিভাগে কর্মরত প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
 

মন্তব্য

মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে যুবক খুন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে যুবক খুন
প্রতীকী ছবি

হবিগঞ্জের কুন্ডু মেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাধবপুর উপজেলায় চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ওই দিনে সনাতন ধর্মাবলম্বীদের পূন্যস্থানে স্ন্যান করতে আসে। এ উপলক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে মেলা বসে।

বিকাল সাড়ে ৩ টার দিকে বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধাওয়া করে। 

আরো পড়ুন
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

 

এ সময় চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে হোসেন মিয়ার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় রজব আলীও আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

যেদিকে পুলিশ অনুপস্থিত সেদিকেই ছিনতাই হয় : জিএমপির উপকমিশনার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
যেদিকে পুলিশ অনুপস্থিত সেদিকেই ছিনতাই হয় : জিএমপির উপকমিশনার
সংগৃহীত ছবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেছেন, প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম। পুলিশ ছিনতাই প্রতিরোধে সব সময় সচেতন থাকে। তবে যেদিকে পুলিশ অনুপস্থিত থাকে সেদিকেই ছিনতাই হয়।

সম্প্রতি জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন টঙ্গীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

উপকমিশনার নাসিরুদ্দিন বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ১৫০০-এর মতো পুলিশ  সদস্য আছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। 

আরো পড়ুন
পিছিয়ে নারীরা, লিখিতের আগেই ছিটকে গেছেন ৭ ভাগের ৬ ভাগ

পিছিয়ে নারীরা, লিখিতের আগেই ছিটকে গেছেন ৭ ভাগের ৬ ভাগ

 

টঙ্গী শিল্প এলাকায় ১৫টির বেশি বস্তি আছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ও ছিনতাই একটি বড় সমস্যা। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশি ছিনতাই হয়েছে।

তবে ছিনতাই প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক ও সচেতন। প্রয়োজনের তুলনায় পুলিশ কম থাকায় যেদিকে পুলিশ অনুপস্থিত থাকে সেদিকেই ছিনতাই হয়। ছিনতাই ও মাদক প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি পুলিশের সংখ্যা বৃদ্ধির দাবি জানান।

প্রসঙ্গত, শিল্প এলাকা টঙ্গীতে মাদক ও ছিনতাই একটি বড় সমস্যা।

দিনের বেলায় ছিনতাই ও মাদক প্রকাশ্যে বিক্রি হচ্ছে। টঙ্গীর প্রায় ১৯টি বস্তি এখন মাদকের বিক্রির পাইকারি বাজার। প্রায়ই পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীও অভিযান চালায়। তবু কোনোভাবেই টঙ্গীকে নিরাপদ করা যাচ্ছে না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ