<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংক খাত থেকে নিট ১৪ হাজার ৬৪২ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খুব একটা বাড়েনি ব্যাংকঋণ। সংশ্লিষ্টরা বলছেন, বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ থাকায় গত দুই মাসে সরকারের ব্যাংকঋণের চাহিদা কমেছে। বর্তমানে ব্যাংকগুলো থেকে সরকার যে ঋণ নিচ্ছে, তার বেশির ভাগই আগের ঋণ পরিশোধে ব্যবহার করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বর শেষে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের স্থিতি দাঁড়িয়েছে চার লাখ ৮৯ হাজার ১৩২ কোটি টাকা। গত বছরের জুনে সরকারের নিট ঋণ স্থিতি ছিল চার লাখ ৭৪ হাজার ৪৯০ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪২ কোটি টাকা। গত অক্টোবর পর্যন্ত প্রথম চার মাসে নিট ঋণের স্থিতি ছিল ১৬ হাজার ৬৯৫ কোটি টাকা। তবে গত অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ছয় মাসে সরকারের কোনো ব্যাংকঋণ ছিল না। উল্টো ব্যাংকগুলো তিন হাজার ২৮৬ কোটি টাকা বেশি দিয়েছিল সরকার।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৬৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া আগের ঋণের প্রায় সাড়ে ৫৪ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। ফলে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৬৪২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে সরকারের নিট ব্যাংকঋণের পরিমাণ ঋণাত্মক ধারায় ছিল প্রায় তিন হাজার ২০০ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, তিনটি কারণে সরকারের ব্যাংকঋণের চাহিদা কমেছে। প্রথমত, উন্নয়ন কর্মকাণ্ড একপ্রকার বন্ধ আছে। দ্বিতীয়ত, বৈদেশিক উত্স থেকে ঋণ সহায়তা আসছে। তৃতীয়ত, সঞ্চয়পত্র বিক্রি থেকে বেশি ঋণ মিলছে। এর বাইরে সার্বিকভাবে রাজস্ব আহরণের পরিমাণ স্বাভাবিক রয়েছে। তবে সামনে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বাড়বে বলে জানান তিনি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টাকা ছাপিয়ে ঋণ নেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে সরকার। ফলে সরকারের ব্যাংকঋণ এবার বাণিজ্যিক ব্যাংক নির্ভর হয়ে পড়েছে। তবে বরাবরই বাণিজ্যিক ব্যাংক থেকে যতটা সম্ভব কম ঋণ নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। কারণ এতে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হয়। তা ছাড়া দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভুগছে অনেক ব্যাংক। এতে উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়া কঠিন হয়ে পড়েছে, যা অর্থনীতির জন্য ভালো নয় বলে মত দেন তাঁরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত বছরের জুন শেষে বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণের স্থিতি ছিল তিন লাখ ১৮ হাজার ৪৪১ কোটি টাকা, যা ৩০ ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজার ৪৯৭ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫৬ কোটি টাকা। গত অক্টোবর পর্যন্ত প্রথম চার মাসে যার পরিমাণ ছিল ৫৬ হাজার কোটি টাকা। ফলে গত দুই সরকারের ঋণ বেড়েছে ১৩ হাজার কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে গত অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের ব্যাংকঋণের পরিমাণ ছিল ২৯ হাজার ৩৭৭ কোটি টাকা টাকা। সেই হিসাবে এবার ব্যাংকঋণ বেড়েছে ৩৯ হাজার ৬৭৯ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ করেনি সরকার। প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ স্থিতি ছিল এক লাখ ৫৬ হাজার ৪৮ কোটি। গত ৩০ ডিসেম্বর শেষে স্থিতি কমে দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৬৩৪ কোটি টাকা। এই ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংকে সরকার উল্টো ঋণ পরিশোধ করেছে ৫৪ হাজার ৪১৩ কোটি টাকা। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণকে টাকা ছাপানো হিসেবে গণ্য করা হয়। ফলে আলোচ্য ছয় মাসে এই পরিমাণ টাকা ছাপানো ঋণের স্থিতিও কমেছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩২ হাজার ৬৬৩ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি অর্থবছর ব্যাংকব্যবস্থা থেকে আওয়ামী লীগ সরকার এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। গত অর্থবছরের মূল বাজেটে এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল। সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় এক লাখ ৫৫ হাজার ৯৩৫ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত এর বিপরীতে সরকার নিট ঋণ নেয় ৯৪ হাজার ২৮২ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>