<p>ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির তৃতীয় তলা থেকে বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) নামক এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি ফরিদপুরের সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল।</p> <p>গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের প্রয়াত চিকিৎসক জামালউদ্দিন খলিফার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। খুনের শিকার হওয়া কেয়ারটেকার ওহাব মাতুব্বর ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736400205-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/09/1466806" target="_blank"> </a></div> </div> <p>এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রয়াত চিকিৎসক জালালউদ্দিন খলিফা ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি গ্রামের বাড়িতে তিনতলা একটি দালান তৈরি করেছিলেন। গত বছর খানেক আগে তিনি মারা যান। গ্রামের বাড়িতে তার পরিবারের কেউ থাকতেন না। তার স্ত্রী ও দুই মেয়ে ঢাকায় থাকেন। বাড়িটি ওহাব মাতুব্বর দেখাশোনা করতেন। গত কয়েকদিন ধরে বাড়িতে সন্ধ্যার পরে আলো জ্বলেনি। এ কারণে গতকাল বুধবার রাতে প্রতিবেশিরা মই বেয়ে উপরে উঠে গন্ধ পায়। এরপর ভাঙ্গা থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে  ভবনের তৃতীয় তলায় গিয়ে লাশ দেখতে পায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736396982-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/09/1466801" target="_blank"> </a></div> </div> <p>ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে কেয়ারটেকারকে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’</p>