<p style="text-align:justify">দেশের ৪২২টি উপজেলায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।</p> <p style="text-align:justify">এতে বলা হয়, দেশের ৪২২ উপজেলায় মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি চাল দেওয়া হবে।</p> <p style="text-align:justify">মন্ত্রণালয় জানায়, আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। </p> <p style="text-align:justify">নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে থাকবে এবং প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।</p>