<p>গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>এ সময় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। মাদারীপুর জেলার রাজৈর থানার ওসি মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p>নিহত মোটরসাইকেলচালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামায়াত নারীদের বোরকার ভেতরে ঢুকাবে— এটি মিথ্যা : আব্দুল জব্বার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736429846-bc0dfd77b0018e9dc9ce1b8e047a1da6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামায়াত নারীদের বোরকার ভেতরে ঢোকাবে—এটি মিথ্যা : আব্দুল জব্বার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/09/1466919" target="_blank"> </a></div> </div> <p>মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে বাসের চাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।</p>