<p>যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৭৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুর পৌরসভার মধ্যকুল গুটলেতলা নামক এলাকায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছেন।</p> <p>এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।</p> <p>কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’</p> <p>এদিকে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর পাথরঘাটা মনোহরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (১৬) মোটরসাইকেল নিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার পথে কলাগাছি-নোয়াপাড়া সড়কের মনিরামপুরের কালিবাড়ি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়।</p>