<p>মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট যেন বিতর্কের পিছু ছাড়তে চান না! একের পর এক বিতর্কে নাম লেখানো তার নিত্যদিনের কাজ হয়ে উঠেছে বলা যায়। সম্প্রতি নিজের স্ত্রীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এ তারকা। বাথটবে স্নানরত অবস্থায় স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির নগ্ন ভিডিওটি করেছিলেন তিনি। আর সেই ভিডিও পোস্ট করে দিয়েছেন সোশাল মিডিয়ায়। তাতেই তুমুল শোরগোল। সমালোচনায় বিদ্ধ হচ্ছেন কেনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিচ্ছেদ হলেও বাগদানের মুল্যবান আংটি ফেরত দেবেন না লোপেজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736321654-3c3288283a8d342b063df15ad9ff6741.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিচ্ছেদ হলেও বাগদানের মুল্যবান আংটি ফেরত দেবেন না লোপেজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466412" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি বিয়াঙ্কার জন্মদিন ছিল। সেদিনই বাথটবের নগ্ন ভিডিওটি তোলেন পপ তারকা। সেটি সোশাল মিডিয়ায় পোস্টও করে দেন। ভিডিওটি দেখে নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট।</p> <p>এর আগে নৌকায় নিতম্ব প্রদর্শনের জন্য নিন্দার মুখে পড়েছিলেন কেনি ওয়েস্ট। ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন অনুরাগীরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন ২৯ বছরের মডেল। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রেসিং ট্র্যাকে গাড়ি ভেঙে চুরমার, কেমন আছেন অভিনেতা অজিত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317096-d07c63bc50b89f3f2857df0079dc8102.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রেসিং ট্র্যাকে গাড়ি ভেঙে চুরমার, কেমন আছেন অভিনেতা অজিত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466388" target="_blank"> </a></div> </div> <p>মার্কিন এই শিল্পী এক সময় নিজের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ‘ইয়ে’। নাম পরিবর্তন করলেও অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট। কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন। তবে বিতর্কের পাতায় কেনির নাম আগে একাধিকবার এসেছে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এজন্য খেসারতও দিতে হয়েছে। কেনির টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন।</p> <p>এর আগে আলোচিত মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি। ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায়। ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলেছেন কেনি। এরপর বিচ্ছেদ হয় দুজনের।</p>