<p>কক্সব্জাারের মহেশখালী দ্বীপে এবার এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে রবিবার (৫ জানুয়ারি) রাতে বদরখালীর ফেরিঘাট ব্রিজ এলাকায় মহেশখালীর এক কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। মাত্র ৩ দিনের মাথায় দ্বীপের কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া নামক গ্রামে বুধবার (৮ জানুয়ারি) ভোরে ঘটে এ ঘটনা।</p> <p>দুর্বৃত্ত দলটি এলাকায় এমনই দুর্ধর্ষ যে, গৃহবধূ ধর্ষণ এবং তার ঘরের নগদ টাকা লুটের পর বুধবার ধর্ষিতাকে ভয়ভীতির মাধ্যমে চিকিৎসার জন্যও ঘর থেকে বের হতে দেয়নি। এমনকি ধর্ষিত নারীর পরিবারকে জিম্মি করে রাখে সারা দিন। সন্ধ্যায় সংবাদ সংগ্রহে যাওয়া দুজন সংবাদকর্মী সাহস করে ধর্ষিতা নারীসহ তার স্বামীকে একটি গাড়িতে তুলে দিয়ে হাসপাতালে পাঠানোর সুযোগ করে দেয়।</p> <p>এ বিষয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ কালের কণ্ঠকে বলেন, ‘আমি বিলম্বে ঘটনাটির খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি। ওদিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভিকটিমের চিকিৎসা চলছে। সেখানেও পুলিশ পাঠিয়েছি।’</p> <p>অভিযোগ উঠেছে, ওই এলাকার ৫/৬ জনের চিহ্নিত সন্ত্রাসীর দল ঘরে ঢুকে ২২ বছর বয়সের ওই গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবারের লোকজন। </p> <p>মহেশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) ডা. মাহফুজুল হক সন্ধ্যায় কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান- ‘মাত্র তিন দিন আগে মহেশখালীর আরেক কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বুধবার সন্ধ্যায় আরো একজন গৃহবধূ একই রকমের ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি।’</p> <p>ঘটনার বিবরণ দিয়ে ধর্ষিত গৃহবধূ সংবাদকর্মীদের জানান- ‘রাতে হঠাৎ করে ৪-৫ জন লোক ঘরে ঢুকে ঘুমের মধ্যে একজন মুখ চেপে ধরে আরেকজন কাপড় খুলে। তাদেরকে বাধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকি দিয়ে ধর্ষণ করে।’ তিনি বলেন, দুর্বৃত্তরা তার কোমর থেকে চাবি নিয়ে আলমারি খুলে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে করে নিয়ে যায়।</p> <p>ভুক্তভোগী নারীর স্বামী জুয়েল সংবাদকর্মীদের জানান- ‘আমার স্ত্রীকে একদল ডাকাত পাশবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে ঘরে থাকা প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আমি বর্তমানে আমার স্ত্রীকে নিয়ে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছি। আমি এ ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’</p> <p>অভিযোগ উঠেছে, স্থানীয় সন্ত্রাসী ও বহু মামলার আসামি ইয়াছিনের নেতৃত্বে তওহিদ, আবু বক্করসহ ১২-১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, ছিনতাই, গরুচুরিসহ নারীদের শ্লীলতাহানি করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের পরিবারের ওপর নির্যাতন চালায়। তাদের হাতেই গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। </p> <p>প্রসঙ্গত, গত রবিবার রাত ১০টার দিকে মহেশখালীর নিজ ঘরে ফেরার পথে মুসলিম এক কলেজছাত্রীকে বদরখালী ব্রিজ এলাকায় একদল সন্ত্রাসী ধরে নিয়ে প্যারাবনে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।</p>