কক্সবাজারের মহেশখালী দ্বীপে প্রকাশ্যে বিদেশি অস্ত্র নিয়ে মহড়ার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেই ভিডিওতে অস্ত্রধারী কয়েকজনকে দেখা গেলেও মহড়ায় ছিল অন্তত ২০-২৫ জন। বিদেশি অস্ত্র নিয়ে এভাবে প্রকাশ্যে অস্ত্রধারীদের ঘুরতে দেখে দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি নিয়ে গতকাল অনুসন্ধান চালিয়ে জানা গেছে, এলাকাটি দ্বীপের কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া বাজারসংলগ্ন মিজবাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন সমিল এলাকার।