শবেকদরের তারিখ নিয়ে রাসুল (সা.) যা বলেছেন

মুফতি মুহাম্মদ মর্তুজা
মুফতি মুহাম্মদ মর্তুজা
শেয়ার
শবেকদরের তারিখ নিয়ে রাসুল (সা.) যা বলেছেন

প্রতিবছর একটি রাত আসে, যে রাতকে মহান আল্লাহ অন্য সব রাতের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিশেষ মর্যাদাসম্পন্ন সেই রাতটির নাম ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত, যার অপর নাম শবেকদর। আল্লাহ মহিমান্বিত এই রাতে কোরআন নাজিল করেছেন এবং রাতকে হাজার মাসের চেয়ে মর্যাদাবান ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে।

আর মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কি জানো? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে উত্তম।’ (সুরা : কদর, আয়াত : ১-৩)

পবিত্র কোরআনের একাধিক আয়াত ও বিশুদ্ধ হাদিস দ্বারা শবেকদর বা কদরের রাতের মর্যাদা প্রমাণিত। কোরআন ও হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় এই রাতটি পবিত্র রমজান মাসের একটি রাত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘রমজান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলি ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।

’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৫)

রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কাছে এ মাস সমুপস্থিত। এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। শুধু বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়।

’ (ইবনে মাজাহ, হাদিস : ১৬৪৪)

অন্য হাদিসে নবীজি (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতের ইবাদত করবে, তার পূববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (বুখারি, হাদিস : ৩৫)

প্রশ্ন হলো, সেই রাতটি আমরা চিনব কিভাবে? নবীজি (সা.) রাতটির নির্দিষ্ট তারিখ না বলে গেলেও বিভিন্ন সময় এর কিছু আলামত সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন। নিম্নে হাদিসের আলোকে সেগুলো তুলে ধরা হলো—

নির্দিষ্ট কিছু তারিখ সম্পর্কে ইঙ্গিত 

পবিত্র রমজান মাসের শেষ দশকে শবেকদর হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই নবীজি (সা.) রমজানের শেষ দশকে গুরুত্বসহকারে ইতিকাফ করতেন এবং সাহাবায়ে কিরামকে শেষ দশকে কদরের তালাশ করার পরামর্শ দিতেন। আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। (বুখারি, হাদিস : ২০২০)

বুখারি শরিফের অন্য আরেকটি বর্ণনায় নবীজি (সা.) শেষ দশকের বিজোড় রাতগুলোকে গুরুত্ব দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেছেন, ...তোমরা তা শেষ দশকে তালাশ করো এবং প্রত্যেক বিজোড় রাতে তালাশ করো...। (বুখারি, হাদিস : ২০২৭)

কোনো কোনো বর্ণনায় আবার শেষ সাত দিন কদরের তালাশের কথাও এসেছে। ইবনে উমার (রা.) থেকে বর্ণিত যে একদল লোককে শবেকদর (রমজানের) শেষ সাত রাতের মধ্যে রয়েছে বলে স্বপ্নে দেখানো হয়েছে। আর কিছুসংখ্যক লোককে তা শেষ দশ রাতের মাঝে আছে দেখানো হয়েছে। তখন নবী (সা.) বললেন, ‘তোমরা শবেকদর শেষ সাত রাতের মধ্যেই খোঁজ করো।’ (বুখারি, হাদিস : ৬৯৯১)

আবার কখনো নবীজি (সা.) ২৭, ২৯ ও ২৫তম রাতকেও বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। উবাদাহ ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দুজন মুসলমান বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম; কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা (লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। আর হয়তো বা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান করো (রমজানের) ২৭, ২৯ ও ২৫তম রাতে। (বুখারি, হাদিস : ৪৯)

আবার মুসলিম শরিফের একটি বর্ণনায় ২৭ তারিখের কথাও বলা হয়েছে। অতএব, রমজানের শেষ দশকের রাতগুলোতে গুরুত্বসহকারে ইবাদত করলে শবেকদর পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।

আকাশ ও আবহাওয়া

শবেকদরের রাতে পৃথিবীতে অন্য রকম আবহওয়া সৃষ্টি হয়। তাই সে রাতের আবহাওয়া দেখেও রাতটি অনুমান করা সহজ হয়। উবাদাহ ইবনে সামেত (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, কদরের রাতের অন্যতম লক্ষণ হলো, রাতটি হবে পরিষ্কার ও উজ্জ্বল, যেন এতে উজ্জ্বল চাঁদ রয়েছে। এটি থাকবে শান্ত ও স্থির, না ঠাণ্ডা, না গরম। সেই রাতে কোনো নক্ষত্র পতিত হবে না যতক্ষণ না সকাল হয়। (মুসনাদে আহমদ, হাদিস : ২২৭৬৫, শুআইবুল আরনাউত)

কারো কারো মতে, সে রাতে মৃদু বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কেননা নবীজি (সা.)কে যখন স্বপ্নযোগে শবেকদর দেখানো হয়েছিল, তিনি দেখতে পান যে সে রাতে বৃষ্টি হয়েছিল। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন। এক বছর এরূপ ইতিকাফ করেন, যখন একুশের রাত এলো, যে রাতের সকালে তিনি তাঁর ইতিকাফ থেকে বের হবেন, তখন তিনি বলেন, যারা আমার সঙ্গে ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকে ইতিকাফ করে। আমাকে স্বপ্নে এই রাত (লাইলাতুল কদর) দেখানো হয়েছিল, পরে আমাকে তা (সঠিক তারিখ) ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে ওই রাতের সকালে আমি কাদা-পানির মাঝে সিজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ করো এবং প্রত্যেক বিজোড় রাতে তালাশ করো। পরে এই রাতে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, মসজিদের ছাদ ছিল খেজুরের পাতার ছাউনির। ফলে মসজিদে টপটপ করে বৃষ্টি পড়তে লাগল। একুশের রাতের সকালে আল্লাহর রাসুল (সা.)-এর কপালে কাদা-পানির চিহ্ন আমার এ দুই চোখ দেখতে পায়। (বুখারি, হাদিস : ২০২৭)

চাঁদের অবস্থা

শবেকদরের রাতে যদি চাঁদ ওঠে, তবে সে চাঁদের আকৃতি কেমন হবে, তার ধারণাও হাদিসের মতে রয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কদরের রাত সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কে সে (রাত) স্মরণ রাখবে, যখন চাঁদ উদিত হবে থালার একটি টুকরার ন্যায়। (মুসলিম, হাদিস : ২৬৬৯)

সেদিন সকালের সূর্যের অবস্থা

হাদিসে এসেছে শবেকদরের পর যে সূর্য উদিত হবে, সে সূর্য অন্য দিনের সূর্য থেকে আলাদা হবে। আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সারা বছর রাত জেগে নামাজ আদায় করবে সে কদরের রাত প্রাপ্ত হবে। এ কথা শুনে উবাই ইবনু কাব বললেন, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সেই মহান আল্লাহর কসম! নিশ্চিতভাবে লাইলাতুল কদর রমজান মাসে। এ কথা বলতে তিনি কসম করলেন, কিন্তু ইনশা আল্লাহ বললেন না (অর্থাৎ তিনি নিশ্চিতভাবেই বুঝলেন যে রমজান মাসের মধ্যেই ‘লাইলাতুল কদর’ আছে)। এরপর তিনি (সা.) আবার বললেন, আল্লাহর কসম! কোন রাতটি কদরের রাত তাও আমি জানি। সেটি হলো এ রাত, যে রাতে রাসুলুল্লাহ (সা.) আমাদের সালাত আদায় করতে আদেশ করেছেন। ২৭ রমজান তারিখের সকালের পূর্বের রাতটিই সে রাত। আর ওই রাতের আলামত বা লক্ষণ হলো, সে রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে)। (মুসলিম, হাদিস : ১৬৭০)

উপরোক্ত আলামত ও তারিখগুলোতে শবেকদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমাদের উচিত, রমজানের প্রতিটি রাত বিশেষ করে শেষ দশকের রাতগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে শবেকদর অনুসন্ধানের সর্বাত্মক চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে মহিমান্বিত এই রাতের ফজিলত অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

আজকের নামাজের সময়সূচি, ২৬ মার্চ ২০২৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজকের নামাজের সময়সূচি, ২৬ মার্চ ২০২৫

আজ বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু ১২টা ৮ মিনিট। 

আসরের সময় শুরু - ৪টা ২৮ মিনিট।

মাগরিব- ৬টা ১৫ মিনিট।

এশার সময় শুরু - ৭টা ২৯ মিনিট।

আগামীকাল ফজর শুরু - ৪টা ৪৩ মিনিট।

আজ ঢাকায় সূর্যাস্ত - ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়- ৫টা ৫৭ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।
 

প্রাসঙ্গিক
মন্তব্য
প্রশ্ন-উত্তর

নাবালক শিশুকে জাকাত দেওয়া যাবে?

ইসলামী জীবন ডেস্ক
ইসলামী জীবন ডেস্ক
শেয়ার
নাবালক শিশুকে জাকাত দেওয়া যাবে?
প্রতীকী ছবি

প্রশ্ন : কেউ যদি জাকাত দেওয়ার সময় এমন কিছু শিশুকে জাকাত দেয়, যারা এখনো সাবালক হয়নি। তাহলে কি তার জাকাত আদায় হবে? আমাদের দেশে দেখা যায়, জাকাতের জন্য অনেকেই সঙ্গে তাদের নাবালকদের নিয়ে আসে। মানুষজনও সেই নাবালকদের জাকাত দেয়।

-মোখলেসুর রহমান, ময়মনসিংহ

উত্তর : জাকাত আদায় হওয়ার জন্য জাকাতের টাকা যাকে দেওয়া হবে সে সাবালক হওয়া শর্ত নয়, বরং স্বেচ্ছায় খরচ করার বুঝ রাখে—এমন হলেই তাকে জাকাত আদায় করা যাবে।

উল্লেখ্য যে নাবালক ছেলের বাবা ধনী হলে ছেলেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তাই নাবালককে জাকাত দেওয়ার সময় এ বিষয়টি খেয়াল করতে হবে।
(রাদ্দুল মুহতার : ২/৩৪৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৩৭৬)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

মন্তব্য
তারাবিতে কোরআনের বার্তা

আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন

    পর্ব : ২৪
ইসলামী জীবন ডেস্ক
ইসলামী জীবন ডেস্ক
শেয়ার
আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন

সুরা ঝুমার

আলোচ্য সুরায় মানব সৃষ্টির সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত বর্ণনা করা হয়েছে। এই সুরার প্রধান আলোচ্য বিষয় আল্লাহর একত্ববাদ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ, কোরআন ও ওহি। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে—এ কথার মাধ্যমে সুরাটি শুরু হয়েছে। এরপর আল্লাহর সত্তা ও গুণাবলিতে শিরকের সম্ভাবনা নাকচ করা হয়েছে।

আসমান-জমিনের সৃষ্টি, রাত-দিন, চন্দ্র-সূর্য, মাটির বৈশিষ্ট্য ইত্যাদি বর্ণনা করে আল্লাহর অসীম কুদরতের কথা জানানো হয়েছে। মুমিন ও কাফিরের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে। সুরাটি শেষ হয়েছে মানুষকে দুইভাগে ভাগ করার মাধ্যমে। একদল মুমিন আর অন্যদল কাফির।

আদেশ-নিষেধ-হিদায়াত

১. আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন। (আয়াত : ৭)

২. কেউ কারো পাপের বোঝা বহন করবে না। (আয়াত : ৭)

৩. আল্লাহকে ভুলে যেয়ো না। (আয়াত : ৮)

৪. তাহাজ্জুদ আদায় করো।

(আয়াত : ৯)

৫. আল্লাহকে ভয় করো। (আয়াত : ১০)

৬. আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। (আয়াত : ১২)

৭. পরিবারে ধর্মহীনতার চর্চা কোরো না। (আয়াত : ১৫)

৮. উত্তম কথা গ্রহণ করো। (আয়াত : ১৮)

৯. মানুষের প্রতি কঠোর হৃদয় হয়ো না।

(আয়াত : ২২)

১০. কোরআন পাঠে মুমিন হৃদয় বিগলিত হয়। (আয়াত : ২৩)

১১. কোরআন সহজ ও সাবলীল। (আয়াত : ২৮)

১২. আল্লাহ ছাড়া কাউকে ভয় কোরো না। (আয়াত : ৩৬)

১৩. মানবীয় জ্ঞান মুক্তির জন্য যথেষ্ট নয়। (আয়াত : ৪৯)

১৪. আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। (আয়াত : ৫৩)

১৫. মুত্তাকিদের আল্লাহ রক্ষা করেন। (আয়াত : ৬১)

সুরা মুমিন

আলোচ্য সুরায় আল্লাহর একত্ববাদ ও পরকাল বিষয়ে বর্ণনা করা হয়েছে। সুরায় আরশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের কথা বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন জাহান্নামবাসী জাহান্নাম থেকে বের হওয়ার আবেদন করবে। কিন্তু তাদের আবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হবে। সুরার শেষে মহানবী (সা.)-কে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া হয়েছে, যেভাবে মুসা (আ.) ধৈর্য ধারণ করেছেন।

আদেশ-নিষেধ-হিদায়াত

১. অবিশ্বাসীদের অবাধ বিচরণে বিভ্রান্ত হয়ো না। (আয়াত : ৪)

২. আল্লাহমুখী মানুষরাই উপদেশ গ্রহণ করে। (আয়াত : ১৩)

৩. পরকালে বন্ধুত্ব কাজে আসবে না। (আয়াত : ১৮)

৪. কুদৃষ্টি ও অন্তরের পাপ সম্পর্কে আল্লাহ জানেন। (আয়াত : ১৯)

৫. উদ্ধত ব্যক্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। (আয়াত : ২৭)

৬. ভিত্তিহীন বিতর্ক ঘৃণ্য কাজ। (আয়াত : ৩৫)

৭. স্বজাতিকে সত্যের পথে আহ্বান করো। (আয়াত : ৩৮)

৮. আল্লাহ দ্বিনের সেবকদের রক্ষা করেন। (আয়াত : ৪৫)

৯. দ্বিনের ব্যাপারে তর্ক কোরো না। (আয়াত : ৫৬)

১০. আল্লাহকে ডাকো। কেননা তিনি বান্দার ডাকে সাড়া দেন। (আয়াত : ৬০)

১১. আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ো না। (আয়াত : ৬০)

১২. ক্ষমতার দম্ভ ও উল্লাস আল্লাহ পছন্দ করেন না। (আয়াত : ৭৫)

সুরা হা-মিম-সাজদা

এই সুরায় বলা হয়েছে, অবিশ্বাসীরা কোরআন নিয়ে চিন্তা করে না। আর নবী-রাসুলরা সবাই মানুষ ছিলেন। এই সুরায় আদ ও সামুদ জাতির ঘটনা বর্ণনা করা হয়েছে, পৃথিবীতে শক্তিমত্তায় ও ক্ষমতায় কেউ তাদের সমকক্ষ ছিল না। এই সুরায় সতর্ক করা হয়েছে যে কিয়ামতের দিন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কিছু মানুষ কোরআন নিয়ে ব্যঙ্গ করে। কিন্তু শিগগিরই তাদের পরিণতি ভয়াবহ হবে। এমন ভবিষ্যদ্বাণীর মাধ্যমে সুরাটি শেষ হয়েছে যে প্রতিটি যুগে মানুষকে সৃষ্টিজগতের কিছু কিছু রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা দেওয়া হবে।

আদেশ-নিষেধ-হিদায়াত

১. কোরআনবিমুখদের অন্তর পাপাচ্ছাদিত। (আয়াত : ৫)

২. পরকালে অবিশ্বাসীরা জাকাত দেয় না। (আয়াত : ৭)

৩. দ্বিনবিমুখ মানুষদের সতর্ক করো। (আয়াত : ১৩)

৪. পরকালে অঙ্গ-প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। (আয়াত : ২০)

৫. আল্লাহর প্রতি উদাসীনতা ধ্বংস ডেকে আনে। (আয়াত : ২৩)

৬. কোরআনচর্চায় বাধা দিয়ো না। (আয়াত : ২৬)

৭. মানুষকে আল্লাহর পথে আহ্বান করো। (আয়াত : ৩৩)

৮. শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় নাও। (আয়াত : ৩৬)

৯. কোরআন বিকৃতকারীদের জন্য জাহান্নাম। (আয়াত : ৪০)

১০. কোরআন মুমিনের জন্য আরোগ্যস্বরূপ। (আয়াত : ৪৪)

১১. সম্পদের মোহ অন্তহীন। (আয়াত : ৪৯)

গ্রন্থনা : মুফতি আতাউর রহমান

 

 

মন্তব্য

ওমরাহ শেষে বিশেষ সেবা পেলেন দেড় লক্ষাধিক মুসল্লি

ইসলামী জীবন ডেস্ক
ইসলামী জীবন ডেস্ক
শেয়ার
ওমরাহ শেষে বিশেষ সেবা পেলেন দেড় লক্ষাধিক মুসল্লি
সংগৃহীত ছবি

পবিত্র রমজান উপলক্ষে ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের জন্য চুল কাটার বিশেষ পরিষেবা চালু করেছে সৌদি আরব। এরমাধ্যমে ইহরাম থেকে মুক্ত হয়ে থাকেন ওমরাহ পালনকারীরা। রমজানের ২১ দিনে প্রায় দেড় লাখ মুসল্লি এই পরিষেবা থেকে উপকৃত হয়েছেন। 

জানা যায়, প্রথম বারের মতো এ বছর পবিত্র মসজিদুল হারামের আঙিনায় ওমরাহ শেষে ইহরাম সম্পন্ন করতে চুল কাটার ব্যবস্থা করা হয়েছে।

পুরুষ ও নারী ওমরাযাত্রীদের জন্য মারওয়া এলাকার বিপরীতে ১২টি স্থানে এ ব্যবস্থা করা হয়েছে। পুরোপুরি জীবাণুমুক্ত সরঞ্জাম দিয়ে ১১২ কর্মী মোবাইল সেলুনে সেবা দিচ্ছেন।

এর আগে গত ২ মার্চ মক্কার পবিত্র মসজিদুল হারামের আঙিনায় পরীক্ষামূলক ওমরাহযাত্রীদের জন্য চুল কাটার পরিষেবা চালু করেছে পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগ। এর মাধ্যমে ওমরাহযাত্রীরা সহজেই ইহরাম থেমে মুক্ত হতে পারছেন।

 

সূত্র : সৌদি গেজেট 

মন্তব্য

সর্বশেষ সংবাদ