ফকিরহাটের সাবেক আওয়ামী ভাইস চেয়ারম্যান সুজা গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
ফকিরহাটের সাবেক আওয়ামী ভাইস চেয়ারম্যান সুজা গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সাতশেয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন
বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

 

পুলিশ জানায়, এ নিয়ে ফকিরহাটে গত ৮ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ৩৮ জনকে প্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ফকিরহাট উপজেলার মোট ৮টি ইউনিয়নে এ অভিযান চলছে। 

আরো পড়ুন
দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, 'বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে। এ নিয়ে এখনও পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

'

মন্তব্য

সম্পর্কিত খবর

টেকনাফে প্রবাসীর পরিবার ঘরছাড়া, স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ প্রতিনিধি
শেয়ার
টেকনাফে প্রবাসীর পরিবার ঘরছাড়া, স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে হামলা ও অপহরণের ঘটনায় ছয় মাস ধরে ঘরছাড়া কাতারপ্রবাসী জাকের আহমদের পরিবার। এতে তার পাঁচ সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে।

জাকের আহমদের স্ত্রী নাজমা কাওসারের অভিযোগ, তার স্বামীর আপন ভাই ছিদ্দিক আহমদ ও তার ছেলে রাসেলসহ একদল সন্ত্রাসী টাকার দাবিতে তাদের বাড়িতে হামলা চালায়। গত ১৫ সেপ্টেম্বর ভোররাতে তারা দা-কিরিচ দিয়ে তাকে ও তার বৃদ্ধ শ্বশুর নুর আহমদকে কুপিয়ে আহত করে এবং স্বর্ণালঙ্কার লুট করে।

একপর্যায়ে তার সপ্তম শ্রেণির মেয়ে সুরাইয়া জান্নাতকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশি সহায়তায় মেয়েকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাজমা কাওসার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই প্রতিপক্ষের হুমকির মুখে পরিবার নিয়ে তিনি অন্যত্র চলে যেতে বাধ্য হন।

বর্তমানে নিরাপত্তাহীনতায় তার সন্তানদের পড়াশোনা বন্ধ রয়েছে।

জানা গেছে, মামলা করার পর নাজমা কাওসার নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য ৮ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সুরাইয়াকে উদ্ধারে সহায়তা করায় তার স্কুলের প্রাক্তন সভাপতি সাইফুল কাদের এবং হামলার পর চিকিৎসায় সহায়তা করায় স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালামকেও সন্ত্রাসীরা হুমকি দেয়, যার পরিপ্রেক্ষিতে তারাও থানায় জিডি করেন।

প্রবাসী জাকের আহমদ জানান, হামলা ও অপহরণের ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

বিষয়টি তিনি কাতারে বাংলাদেশ কাউন্সিল উইংয়ের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করেছেন। ছয় মাস পেরিয়ে গেলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তার সন্তানরা স্কুলে যেতে পারছে না।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা শোভন কুমার সাহা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিম উদ্ধার হয়েছে। রাসেলকে ধরতে অভিযান চলছে।

দ্রুতই মামলার চার্জশিট দেওয়া হবে। প্রবাসীর পরিবার চাইলে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

ছিদ্দিক আহমদ আটক থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন। তিনি স্বীকার করেছেন, তার ছেলে সুরাইয়াকে অপহরণ করেছে। তবে তিনি দাবি করেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছেন, কিন্তু তা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মন্তব্য

মাদারীপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৯ জন আটক

আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
মাদারীপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৯ জন আটক
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একটি আবাসিক ভবন থেকে চার নারী ও পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারের পাশে ‘আকন্দ ভিলা’ থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভবনটির তৃতীয় তলায় কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপ চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারীসহ মোট নয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বুধবার আদালতে পাঠানো হবে।

মন্তব্য

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৭ কিশোর

বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৭ কিশোর
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার বুড়িচং উপজেলার ব্রাহ্মণপাড়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ২৭ কিশোর টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার পেয়েছে। মাদকের কুপ্রভাব থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করতে এই উদ্যোগ নেয় স্থানীয় মসজিদ কমিটি ও এলাকার প্রবাসীরা।

২৫ মার্চ মঙ্গলবার অনন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ইফতারের আগে পুরস্কার বিতরণ করা হয়। ১৯ জন কিশোরের মধ্যে ৬ জনকে বাইসাইকেল এবং বাকিদের বিভিন্ন উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পাওয়া কিশোরদের মধ্যে রয়েছেন আবির হোসেন (১৩), আরমান (১৩), ইসমাইল (১২), আবু সুফিয়ান মাইন (১২), আনাস (১১) ও জুনায়েদ (৯)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের খতিব ও ইসলামাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক, মসজিদ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস ও স্থানীয় নেতা মাহবুব আলম। মাওলানা এমদাদুল হক বলেন, এটি একটি সীমান্তবর্তী এলাকা, যেখানে মাদকের প্রভাব বেশি। শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে নামাজের পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে আমরা কাজ করছি।

স্থানীয় প্রবাসী ফারুক আহমেদ, আব্দুর রহিম, সাইদুর রহমান লিটন ও অন্যান্যরা আর্থিক সহযোগিতা প্রদান করেন। মাহবুব আলম জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।

মন্তব্য

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। অভিযোগের চার ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাকফো এলাকার মেহেদী হাসান, হাটদৌল এলাকার রনি ও একই এলাকার রাজিব এবং জেলার সিংড়া উপজেলার শেরকোল এলাকার মোস্তফা।

আরো পড়ুন
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

 

ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, এক তরুণীর সঙ্গে উপজেলার কাকফো এলাকার মেহেদী হাসান নামের এক যুবকের প্রায় ১ বছরের প্রেমের সম্পর্ক চলছিল। চলতি বছরের ৫ মার্চ রাতে কৌশলে ওই যুবক ওই তরুণীকে তার বাড়ি থেকে পাশের এক নির্জন স্থানে নিয়ে যায় এবং তরুণীর ইচ্ছার বিরুদ্ধে মেহেদী ও তার আরো তিন বন্ধু মিলে গণধর্ষণ করে।

পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই তরুণীর মা বাদি হয়ে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে ৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো পড়ুন
রেলে ১ টাকা আয় করতে আড়াই টাকা খরচ : রেলপথ উপদেষ্টা

রেলে ১ টাকা আয় করতে আড়াই টাকা খরচ : রেলপথ উপদেষ্টা

 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, 'অভিযোগ আমলে নিয়ে জেলার সিংড়া থানা এলাকা থেকে মেহেদী, রনি ও মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এবং রাজিবকে বাগাতিপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।' পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ