ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি
ছবি : কালের কণ্ঠ

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মতবিনিময়সভায় আউটসোর্সিং প্রথা বাতিল করে রাজস্ব খাতে কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছেন অংশীজনরা। বুধবার (৮ জানুয়ারি) খুলনা মেডিক্যাল কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই দাবি জানান তারা। 

অংশীজনরা বলেন, আউটসোর্সিংয়ের কর্মরতরা স্বাস্থ্যসেবায় অনভিজ্ঞ। তা ছাড়া নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ঠিকাদাররা দুর্নীতিগ্রস্ত।

ওইসব কর্মচারীদের ব্যবহার করে লাভবান হচ্ছে মধ্যস্বত্ত্বভোগী কিছু ঠিকাদার। পক্ষান্তরে তারা ঠিকাদারের নিয়োগ করা কর্মচারী হওয়ায় তাদের দিয়ে ঠিকমতো সেবাও নেওয়া যাচ্ছে না।

খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. নায়লা জামান খান, ড. সৈয়দ মো. আকরাম হোসেন, খুলনার জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মনজুরুল মুরশীদ, খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. দীন উল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, ডা. বেলাল হোসাইন, ডা. মুকিতুল হুদা, ডা. প্রকাশ চন্দ্র, ডা. গাজী রফিকুল ইসলাম, ডা. মো. আব্দুর রশিদ, ব্র্যাকের প্রতিনিধি মো. আসাদুজ্জামান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, ডা. মোস্তফা কামাল, ডা. সেলিনা খাতুন, অধ্যাপক ডা. বিধান চন্দ্র গোস্বামী, অধ্যাপক ডা. আব্দুল মান্নান গাজী, ডা. আসাদুল্লাহিল গালিব, নার্সিং সুপারভাইজার রোকেয়া খাতুন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহমদ হামিম রাহাত প্রমুখ।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন ও জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পেশাজীবী চিকিৎসক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি, এনজিও, মেডিক্যাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য এম এম রেজা বলেন, স্বাস্থ্য খাতকে জনমুখী ও সর্বজনগ্রাহ্য করতে দুটি বিষয়ে ভাবতে হবে। প্রথমত সেবার পরিমাণ বাড়ানো যাতে করে সবাই সেবাটি পায়, আরেকটি হলো ব্যক্তির আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাকে হেলথ কভারেজের আওতায় নিয়ে আসা। এটা না করতে পারলে কিছু লোক হয়ত উন্নত চিকিৎসাসেবা পাবে কিন্তু একটি বড় সংখ্যক মানুষ এ সেবা পাবে না। সরকারি স্বাস্থ্য খাতের দক্ষতা বাড়ানো ও দুর্নীতি দূর করতে করণীয় বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর বিগত ৫০ বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি অংশের পরিসর যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি এই খাতে বেসরকারি পর্যায়েরও অনেক বিকাশ হয়েছে। বেসরকারি খাতে স্বাস্থ্যশিক্ষা, যেমন মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে মোট শয্যা সংখ্যার চেয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর মোট শয্যা সংখ্যা বেশি। কোনো কোনো ক্ষেত্রে তাদের ল্যাবরেটরিজ ফ্যাসিলিটিজও বেশি। 

তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি করতে সরকারি পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও সেবাদান পরিস্থিতির উন্নয়নে বিশেষ করে সেবার মান ও খরচ বিষয়ে ভাবতে হবে।

 

সভায় অংশগ্রহণকারীদের বক্তৃতায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানে সীমাবদ্ধতার ক্ষেত্রগুলো ও চিকিৎসা উপকরণের স্বল্পতা দূর করার বিষয়টি উঠে আসে। একইসঙ্গে স্বাস্থ্য খাতের মাঠপর্যায় ও কেন্দ্রীয় পর্যায়ে দুর্নীতি বন্ধে করণীয়, মেডিক্যাল ও নাসিং কলেজসহ স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাত মানসম্মত স্তরে আনা, চিকিৎসকদের সঠিক সময়ে পদোন্নতি ও স্বাস্থ্য খাতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান
ছবি: কালের কণ্ঠ

বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চ শিক্ষাবৃত্তি অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) পাবনা ঈশ্বরদীর ঢুলটিতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই উচ্চ শিক্ষাবৃত্তি অনুদান প্রদান করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামান্তা সুলতানা প্রিথা, ঈশ্বরদী মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোছা সাদিয়া সুলতানা সুইটি, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো নাহিদ হাসান দ্বিপের হাতে উচ্চ শিক্ষা বৃত্তি তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এ সময় ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, উপ-পরিচালক বি এম ফাহিম রহমান, প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ধরে রাখলে স্নাতকোত্তর ও গবেষণা পর্যন্ত  এই বৃত্তি পাবে। 

নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরন বলেন, নিউ এরা ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষিত জাতি গঠনে সরকারকে সহায়তা করতে সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ও স্বাবলম্বী হতে সহযোগিতা করে আসছে। এ পর্যন্ত প্রায় ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। উচ্চশিক্ষা চলাকালীন তাদেরকে প্রতিবছর ৩৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হবে।

মন্তব্য

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা বাইপাস মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও ইতির শিশুকন্যা আহনা (৩)। এ ঘটনায় মোটরসাইকেল চালক কাদের সিদ্দিকী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল-মামুন বলেন, ‘ত্রিমোহনী এলাকায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলযোগে বগুড়া থেকে কুষ্টিয়া আসার পথে ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

মন্তব্য

বরিশালে নোঙর করা লঞ্চে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
বরিশালে নোঙর করা লঞ্চে আগুন
ছবি : কালের কণ্ঠ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের স্টিমারঘাট লঞ্চঘাট এলাকায় নোঙর করা এমভি সায়মুন-১ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই লঞ্চের অবকাঠামোর ওপরের একটি অংশ পুড়ে যায়। 

আজ শুক্রবার (২৮ মার্চ) ভোররাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কিভাবে আগুন লেগেছে, তা-ও কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

আরো পড়ুন
মোরেলগঞ্জে ট্রলার ট্র্যাজেডির ৮ বছর পূর্তি : ১৪ নারী শিশুসহ প্রাণ হারায় ১৯ জন

মোরেলগঞ্জে ট্রলার ট্র্যাজেডির ৮ বছর পূর্তি : ১৪ নারী শিশুসহ প্রাণ হারায় ১৯ জন

 

মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, ‘এমভি সায়মুন-১ লঞ্চটি মেহেন্দীগঞ্জের পাতারহাটের উদ্দেশে যাত্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বরিশাল নৌবন্দর ত্যাগ করে। রাতেই লঞ্চটি পাতারহাট বন্দরের স্টিমারঘাট লঞ্চঘাটে সব যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়।

একই সঙ্গে সেই ঘাটেই লঞ্চটি নোঙর করেছিল।’

তিনি আরো বলেন, ‘আজ শুক্রবার ভোরে পাতারহাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসার কথা। কিন্তু রাত আনুমানিক ৩টার দিকে লঞ্চটিতে আগুন ধরে যায়। তখন লঞ্চে থাকা স্টাফদের ডাক-চিৎকারে আশপাশের লোক জড়ো হন।

তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুন লেগেছে, তা কেউ বলতে পারছেন না। এ ঘটনায় হতাহতেও কোনো খবর কেউ নিশ্চিত করে বলতে পারছে না। লঞ্চটি বরিশালের উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।’

মন্তব্য

মোরেলগঞ্জে ট্রলার ট্র্যাজেডির ৮ বছর পূর্তি : ১৪ নারী শিশুসহ প্রাণ হারায় ১৯ জন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
মোরেলগঞ্জে ট্রলার ট্র্যাজেডির ৮ বছর পূর্তি : ১৪ নারী শিশুসহ প্রাণ হারায় ১৯ জন
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে তিন উপজেলার ১৯ জনের প্রাণহানির আট বছর পূর্তি হল আজ। ২০১৭ সালের ২৮ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে মোরেলগঞ্জ ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড খেয়াঘাট থেকে যাত্রী বহনকারী একটি ট্রলার পান গুছি নদীর অপর পাড় পুরান থানার খেয়াঘাটের প্রায় কাছাকাছি পৌঁছালে নৌবাহিনীর একটি জাহাজ দ্রুতগতিতে মংলার দিকে গেলে তুফানের তোড়ে ট্রলারটি উল্টে ডুবে এ দুর্ঘটনা ঘটে। 

যাত্রীবাহী খেয়া ট্রলারটি ডুবে ৫ শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষ লোকের সলিল সমাধি হয়। ট্রলারে ৮০ জন যাত্রী ছিল।

ওই দিন সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। আর সেইসঙ্গে পানগুছি নদীর দুপাড়ে স্বজন হারানো মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছিল সেখানকার পরিবেশ। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ জন নারী ও ৮ জন শিশুসহ ৫১ জনকে উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ থাকেন ১৯ জন।

নিখোঁজদের সন্ধানে নৌবাহিনীর ৩টি, ফায়ার সার্ভিসের ৪টি, কোস্টগার্ডের ২টি ও পুলিশের দুটি দল অংশ নেয়। টানা ৪ দিন উদ্ধার অভিযান চালিয়ে ৪ শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষের লাশ উদ্ধার করা হয়। আজও নিখোঁজ রয়েছেন কাঁচিকাটা গ্রামের নাছির শেখের ছেলে নাজমুল হাসান (৬)।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, নিহতদের পরিবারকে ওই সময় সরকারিভাবে ৪৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

এ ছাড়াও নিহতদের স্মরণে খেয়া ঘাটে নাম ফলকসহ একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ