আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি
ছবি : কালের কণ্ঠ

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মতবিনিময়সভায় আউটসোর্সিং প্রথা বাতিল করে রাজস্ব খাতে কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছেন অংশীজনরা। বুধবার (৮ জানুয়ারি) খুলনা মেডিক্যাল কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই দাবি জানান তারা। 

অংশীজনরা বলেন, আউটসোর্সিংয়ের কর্মরতরা স্বাস্থ্যসেবায় অনভিজ্ঞ। তা ছাড়া নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ঠিকাদাররা দুর্নীতিগ্রস্ত।

ওইসব কর্মচারীদের ব্যবহার করে লাভবান হচ্ছে মধ্যস্বত্ত্বভোগী কিছু ঠিকাদার। পক্ষান্তরে তারা ঠিকাদারের নিয়োগ করা কর্মচারী হওয়ায় তাদের দিয়ে ঠিকমতো সেবাও নেওয়া যাচ্ছে না।

খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. নায়লা জামান খান, ড. সৈয়দ মো. আকরাম হোসেন, খুলনার জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মনজুরুল মুরশীদ, খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. দীন উল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, ডা. বেলাল হোসাইন, ডা. মুকিতুল হুদা, ডা. প্রকাশ চন্দ্র, ডা. গাজী রফিকুল ইসলাম, ডা. মো. আব্দুর রশিদ, ব্র্যাকের প্রতিনিধি মো. আসাদুজ্জামান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, ডা. মোস্তফা কামাল, ডা. সেলিনা খাতুন, অধ্যাপক ডা. বিধান চন্দ্র গোস্বামী, অধ্যাপক ডা. আব্দুল মান্নান গাজী, ডা. আসাদুল্লাহিল গালিব, নার্সিং সুপারভাইজার রোকেয়া খাতুন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহমদ হামিম রাহাত প্রমুখ।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন ও জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পেশাজীবী চিকিৎসক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি, এনজিও, মেডিক্যাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য এম এম রেজা বলেন, স্বাস্থ্য খাতকে জনমুখী ও সর্বজনগ্রাহ্য করতে দুটি বিষয়ে ভাবতে হবে। প্রথমত সেবার পরিমাণ বাড়ানো যাতে করে সবাই সেবাটি পায়, আরেকটি হলো ব্যক্তির আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাকে হেলথ কভারেজের আওতায় নিয়ে আসা। এটা না করতে পারলে কিছু লোক হয়ত উন্নত চিকিৎসাসেবা পাবে কিন্তু একটি বড় সংখ্যক মানুষ এ সেবা পাবে না। সরকারি স্বাস্থ্য খাতের দক্ষতা বাড়ানো ও দুর্নীতি দূর করতে করণীয় বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর বিগত ৫০ বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি অংশের পরিসর যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি এই খাতে বেসরকারি পর্যায়েরও অনেক বিকাশ হয়েছে। বেসরকারি খাতে স্বাস্থ্যশিক্ষা, যেমন মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে মোট শয্যা সংখ্যার চেয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর মোট শয্যা সংখ্যা বেশি। কোনো কোনো ক্ষেত্রে তাদের ল্যাবরেটরিজ ফ্যাসিলিটিজও বেশি। 

তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি করতে সরকারি পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও সেবাদান পরিস্থিতির উন্নয়নে বিশেষ করে সেবার মান ও খরচ বিষয়ে ভাবতে হবে।

 

সভায় অংশগ্রহণকারীদের বক্তৃতায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানে সীমাবদ্ধতার ক্ষেত্রগুলো ও চিকিৎসা উপকরণের স্বল্পতা দূর করার বিষয়টি উঠে আসে। একইসঙ্গে স্বাস্থ্য খাতের মাঠপর্যায় ও কেন্দ্রীয় পর্যায়ে দুর্নীতি বন্ধে করণীয়, মেডিক্যাল ও নাসিং কলেজসহ স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাত মানসম্মত স্তরে আনা, চিকিৎসকদের সঠিক সময়ে পদোন্নতি ও স্বাস্থ্য খাতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বেড়িবাঁধের কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
বেড়িবাঁধের কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
ছবি: কালের কণ্ঠ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে মো. রাশেদ হোসেন রাজু (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাশেদ উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে ও ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সম্পাদক।

এর আগে বুধবার সকালে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেঁড়িবাধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রাশেদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাসন হাসপাতাল ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে রাত ৯টার দিকে মারা যান। বাকী আহতরা চরফ্যাসন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, সকালে বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে রাশেদ নামে একজন গুরুতর আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর এলাকায় সে নিহত হয়।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ওয়াহাব আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ওয়াহাব আটক
আটক আ. ওয়াহাব

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. ওয়াহাবকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।

বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দয়ারামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আ. ওয়াহাব উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিশ্রিপাড়া এলাকার মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

প্রথমবার সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ গেল ফেরি, খুশি দ্বীপের মানুষ

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
শেয়ার
প্রথমবার সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ গেল ফেরি, খুশি দ্বীপের মানুষ
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রথমবার ফেরি ‘কপোতাক্ষ’ গেল বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে। বুধবার (১৯ মার্চ) দুপুরে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। এ পরীক্ষামূলক যাত্রা শেষে আগামী ২৪ মার্চ এ রুটে ফেরি চলাচল আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা সন্দ্বীপে যাতায়াতের অন্যতম রুট সীতাকুণ্ড-সন্দ্বীপের ১৮ কি. মি. সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের।

দ্বীপের মানুষ এই একটি দাবিতে সংশ্লিষ্ট মহলে ধরনা দিতে দিতে ক্লান্ত ছিলেন। এমনি অবস্থায় সন্দ্বীপের সন্তান মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পর এলাকার মানুষের প্রাণের দাবিটি পূরণে সক্রিয় হয়ে নামেন। তিনি দ্রুততার সঙ্গে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া পাড়ে ঘাট নির্মাণের কাজ শুরু করেন। বিগত কয়েক মাস কাজ শেষে সম্প্রতি উপদেষ্টা ফাওজুল কবির সীতাকুণ্ড ও সন্দ্বীপের ঘাট নির্মাণের কাজ পরিদর্শন করেন এবং ফেরির যাত্রীদের সরাসরি ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি বাস সার্ভিস চালুর প্রক্রিয়া শুরু করেন।
একই সঙ্গে এগিয়ে চলে ফেরি ঘাটের কাজ।

কয়েকদিন আগে বিআইডব্লিউটিএর চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ একটি দল ঘাট পরিদর্শন করেন। তিনি জানান, ১৯ মার্চ পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হবে।

সেই পরিকল্পনা অনুসারে গতকাল বুধবার সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে দুপুর ২টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়।

এ যাত্রায় নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। তিনি ২১ সদস্যের একটি দল নিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে প্রথমবার ‘কপোতাক্ষ’ নামক ফেরি নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। এ যাত্রা প্রসঙ্গে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক (চট্টগ্রাম) মো. কামরুজ্জামান বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের নির্দেশনায় দ্রুততার সঙ্গে ফেরি সার্ভিস চালুর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ লক্ষে ফেরিঘাট নির্মাণ কাজ এগিয়ে চলে। সন্দ্বীপ থেকে যাত্রীরা ফেরিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করবেন।

প্রত্যাশা মতোই ১৯ মার্চ পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল উদ্বোধন করা হবে।

এদিকে সুদীর্ঘকাল পর নিজেদের স্বপ্ন পূরণের খুব কাছে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সন্দ্বীপের মানুষ। পরীক্ষামূলক যাত্রায় ফেরির এক যাত্রী মো. আব্দুল কাদের মানিক বলেন, আমাদের দীর্ঘকালের দাবি ছিল সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ নৌপথে গুপ্তছড়া ঘাট ফেরি চালু করা। দীর্ঘকাল পরে হলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সন্দ্বীপবাসীর দুঃখ-দুর্দশার কথা শুনে ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করায় সন্দ্বীপের লাখ লাখ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন পরীক্ষামূলক যাত্রায় ফেরি ইনচার্জ মাস্টার মো. শামসুল আলম সাইফুল বলেন, ফেরি না থাকায় সন্দ্বীপের মানুষের করুণ চিত্র আমি কাছ থেকেই দেখেছি। সাগরে যখন ভাটা পড়ে ঠিক তখন স্পিডবোট ঘাটের কাছে যেতে পারে না। কাঁদা মাটি মারিয়ে পানিতে নেমে ভিজে আসতে হতো। এই ফেরি চালু হলে তারা এই কষ্ট থেকে মুক্তি পাবেন। এদিকে এ সার্ভিসটি যেন কোনো ষড়যন্ত্রে বন্ধ না হয়ে যায় সেটিই প্রত্যাশা করেছেন সন্দ্বীপের গাছুয়ার বাসিন্দা মো. রবিউল, হানিফসহ এলাকাবাসী।

মন্তব্য

ঈদ আনন্দে ভাসছে ২০০ প্রতিবন্ধী শিশুর পরিবার

    মৃত্তিকার ঈদের উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
ঈদ আনন্দে ভাসছে ২০০ প্রতিবন্ধী শিশুর পরিবার
ছবি: কালের কণ্ঠ

কটিয়াদীর ডাউন সিনড্রোমে আক্রান্ত আট বছরের শিশু আরাফের হাতে যখন ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছিল; সে না নিয়ে হাত বাড়াল মঞ্চে শোভিত বেলুনের দিকে। 

দৃশ্যটি দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান আয়োজকদের বললেন, বাচ্চাটাকে যেন বেলুনগুলো উপহার দেওয়া হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।

প্রতিবছরের মতো এবারও মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শতাধিক দরিদ্র প্রতিবন্ধী পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বাজিতপুরের বিলপাড়-ডুয়াইগাঁও গ্রামে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠ’র স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর অবুঝ শিশুদের সান্নিধ্য তাকে সমৃদ্ধ করেছে। তিনি সাধ্যমতো এসব শিশু, তাদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবার অঙ্গীকার প্রকাশ করেন।

 

আরেক বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার মো. বাবুল মিয়া, স্কুলের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পুরো আয়োজনে উপস্থিত ছিলেন। 

মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন লেখক-কলামিস্ট ম. মাহবুবুর রহমান ভূঁইয়া কালের কণ্ঠকে জানান, বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল দুই কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি মসুরের ডাল, দুই প্যাকেট সেমাই, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ছোলা বুট এবং সাবান ও হুইল পাউডার। 

আয়োজকরা জানায়, ঈদসামগ্রী প্রদানের এই মহতি উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অস্ট্রেলিয়া প্রবাসী ডা. মেহেরুল হুদার নেতৃত্বে পরিচালিত ‘নূরুন্নাহার-মেহেরুল ফাউন্ডেশন’ সহ একাধিক দানশীল ব্যক্তিরা। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ