ঈদের দিনেও কর্মব্যস্ত ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এদিন হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।
জানা যায়, দেশসেরা এই হাসপাতালে ঈদের দিনেও দুই হাজারের অধিক রোগী ভর্তি রয়েছেন। জরুরি বিভাগের পাশাপাশি অন্তর্বিভাগগুলোও খোলা রয়েছে।
জরুরি অপারেশনও থেমে নেই। ঈদ উপলক্ষে রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে সোমবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তিনি বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন ও পরিবেশিত খাবারসহ সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।
আরো পড়ুন
ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, চিরকুট ও ডায়েরিতে রহস্য
তিনি বলেন, আমরা ঈদের দিনেও রোগীদের পাশে আছি। আমাদের চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা ঈদের দিনে জরুরি বিভাগ এবং অন্তর্বিভাগে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
হাসপাতালের উপপরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা হাসপাতালে এসেছি। ঢাকা মেডিক্যাল এদেশের মানুষের কাছে চিকিৎসার শেষ ভরসার জায়গা। স্বাভাবিকের চেয়ে কিছু কমলেও ঈদের দিনেও এখানে দুই হাজারের বেশি রোগী ভর্তি রয়েছেন। রোগীদের জানাতে চাই আমরা সব সময়ই তাদের পাশে আছি। ছুটির দিনেও পরিবার-পরিজন রেখে স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত থাকা চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি ধন্যবাদ জানাই।
’
হাসপাতাল পরিদর্শনে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সদস্য সচিব ডাক্তার জাকারিয়া আল আজিজ এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান নোমানসহ আরো অনেকেই উপস্থিত থেকে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।