<p>ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া স্ট্যান্ড থেকে ইস্টার্ন বাজার ও জাজিরা বাজার পর্যন্ত এলাকাগুলোতে প্রতিনিয়তই ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। গত এক মাসে এলাকায় ১৫ থেকে ২০টি চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ। </p> <p>তাঁরা অভিযোগ করেছেন, থানার পুলিশকে এর আগেও অনেকবার বলা হয়েছে, কিন্তু রাতে পুলিশ টহল না থাকায় বারবার চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনায় কেউ কেউ থানার পুলিশকে অবহিত করলেও অনেকেই জানান না।</p> <p>গত ২ জানুয়ারি দিবাগত রাতে বনগ্রাম বায়তুল্লাহ জামে মসজিদের পেছনে কালের কণ্ঠের সাংবাদিক মো. হারুন-অর-রশীদের নির্মীয়মাণ ভবন থেকে ইলেকট্রিক তার, রড, ইটসহ প্রায় ৫০ হাজার টাকার নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তন্ময় কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে চুরির প্রমাণ পেয়েছেন। </p> <p>এর দুই দিন পর তাঁর প্রতিবেশী আবদুল গনি মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। কয়েক দিন আগে তেঘরিয়া স্কুলের সামনে মবিল ব্যবসায়ী শাকিল মিয়ার দোকানে রাতের আঁধারে ট্রাক লাগিয়ে সব মালপত্র নিয়ে যায় ডাকাতরা।</p> <p>এদিকে সাংবাদিক মো. হারুন-অর-রশীদের নির্মীয়মাণ ভবনের কেয়ারটেকার মো. মামুনের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনার দিন রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। আমি তখন রুমের ভেতরে ছিলাম। এই সুযোগে চোরচক্র মালপত্র চুরি করে নিয়ে যায়।</p> <p>এ বিষয়ে জানতে চাইলে জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তন্ময় কুমার চক্রবর্তী জানান, শীতের দিনে মানুষ ঘরে থাকে বেশি। আর এই সুযোগে চোরের উপদ্রব বেড়ে যায়। এর জন্য আমাদের পুলিশের টহল বাড়াতে হবে।</p> <p>এসব বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘শীত এলে চোরের উপদ্রব একটু বেড়ে যায়। এ জন্য বাজার কমিটির পক্ষ থেকে সিকিউরিটি জোরদার করার অনুরোধ করেছি। পাশাপাশি গ্রাম পুলিশকে রাতে টহল জোরদার করতে হবে।’</p>