<p>বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন এবং দেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি দেশের পাঠ্যবই থেকে বাদ পড়েছেন। জাতীয় পাঠ্যক্রমের সপ্তম শ্রেণীর 'ইংলিশ ফর টুডে' বইয়ে খেলাধুলা বিষয়ক অধ্যায়ে এ পরিবর্তন আনা হয়েছে।</p> <p>২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে 'গেইমস এন্ড স্পোর্টস' শিরোনামে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে সাকিব ও সালাউদ্দিন ছাড়াও ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও ছিল। কিন্তু নতুন সংস্করণে এই তিনজনের নাম বাদ দিয়ে নতুন করে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং  দাবাড়ু রানী হামিদের নাম।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/09/my1198/াডযপজক.jpg" width="1000" /></p> <p>পূর্বের 'গেইমস এন্ড স্পোর্টস' অধ্যায়ে যে আটজন ক্রীড়াব্যক্তিত্বের নাম ছিল, তাদের মধ্যে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ব্রায়ান লারা, ভারতের শচীন টেন্ডুলকার, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন।</p> <p>এছাড়া সাকিব ও সালাউদ্দিনের বিষয়ে পাঠ্যবইয়ে থাকা আলাদা অধ্যায়ও বাদ দেওয়া হয়েছে।</p> <p>সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের অন্যতম সর্বকালের সেরা খেলোয়াড়, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চারবারের সভাপতি ছিলেন। তার রাজনৈতিক অঙ্গনে কোনো সম্পৃক্ততা না থাকলেও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।</p> <p>অন্যদিকে, সাকিব আল হাসান দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার হিসেবে পরিচিত। তিনি খেলোয়াড়ি জীবনেই রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ২০১৮ সালে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিব দেশে ফিরে আসতে পারেননি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।</p>