<p>জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে জবি ছাত্রদলকর্মী অনিক কুমার দাসের বিশৃঙ্খল ও ঔদ্ধত আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম সংগঠনগুলো।</p> <p>বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি যৌথ বিবৃতিতে তাদের এ উদ্বেগের কথা জানায়।</p> <p>বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে হিউম্যান রাইটস সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে শাখা ছাত্রদলের কর্মী ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খলা ও আক্রমণাত্মক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে এমন ঘটনা ক্যাম্পাসে সংগঠনগুলোর স্বাধীন কার্যক্রম পরিচালনা ও মতামত প্রকাশের অধিকারের প্রতি গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জবি প্রক্টরের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736256414-fda955545985c7c112fed4dff0d809ac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জবি প্রক্টরের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/07/1466116" target="_blank"> </a></div> </div> <p>বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যেকোনো সমাজের প্রগতির মৌলিক শর্ত। এই অধিকারসমূহ বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর অন্তর্ভুক্ত। মানববন্ধনে বাধা প্রদান কেবল মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল নয়, এটি বিশ্ববিদ্যালয় ও দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। এ ছাড়া এটি সংগঠনগুলোকে স্বাধীন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে চিন্তিত করে তোলে।</p> <p>এ ছাড়া বিবৃতিতে শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করে সংগঠনগুলো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জবির আশপাশে থাকা বাস-লেগুনা স্ট্যান্ড সরানোর আলটিমেটাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736332708-156005c5baf40ff51a327f1c34f2975b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জবির আশপাশে থাকা বাস-লেগুনা স্ট্যান্ড সরানোর আলটিমেটাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/08/1466474" target="_blank"> </a></div> </div> <p>বিবৃতিতে স্বাক্ষর করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক মাহাতাব লিমন, জবি প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় ও সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া, জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তামজিদা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি আলিমুল ইসলাম, জবি আবৃত্তি সংসদের সভাপতি আতিফ মিসবাহ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলি আক্তার, জবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান কবির, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আল আরাবি ও সাধারণ সম্পাদক ফয়সাল কবির, বাঁধন জবি ইউনিটের সভাপতি এনামুল হক বিজয় ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জবি চলচ্চিত্র সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত ও সাধারণ সম্পাদক হাসিবুজ্জামন রিক, জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আল কাদরী, জবি ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান, জবি আইটি সোসাইটির সভাপতি মো. রেদওয়ান আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন।</p>