<p style="text-align:justify">চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।</p> <p style="text-align:justify">এনসিটিবির ওয়েবসাইট থেকে এসব বই পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটে বইগুলোর ইংরেজি ভার্সনও প্রকাশ করা হয়েছে।</p> <p style="text-align:justify">বইয়ের পিডিএফ ডাউনলোড করতে এনসিটিবির <a href="http://nctb.gov.bd">ওয়েবসাইটে</a> যেতে হবে। সেখানে নোটিশ বোর্ডে ‘২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা’-এর বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেন্যুর ‘২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা’-তে ক্লিক করতে হবে।</p> <p style="text-align:justify">সেখানে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের দুটি আলাদা লিংক পাওয়া যাবে। প্রয়োজনীয় স্তরে ক্লিক করলে সেখানে সব বইয়ের তালিকা এবং ডাউনলোড অপশন দেখা যাবে। ডাউনলোডে ক্লিক করে বইয়ের পিডিএফ নামিয়ে নেওয়া যাবে।</p>