<p>আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সামনে এখন শুধু ওয়ানডে ফরম্যাটই খোলা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও, ফ্র্যাঞ্চাইজি লিগে এই ফরম্যাটের খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা যেন আরো প্রকট হলো সাবেক ক্রিকেটারদের লিগে নাম লিখিয়ে।  </p> <p>সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নাম লিখিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে। দলের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। দুবাই জায়ান্টসে ইতিমধ্যে আছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। গত আসরে এই দলের হয়ে খেলেছেন হরভাজন সিং ও স্যামুয়েল বদ্রির মতো সাবেক তারকারা।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার : সংক্ষিপ্ত তালিকায় চার তারকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735439896-899b52b5451fdc224da18bc85f3e9ca8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার : সংক্ষিপ্ত তালিকায় চার তারকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/29/1462563" target="_blank"> </a></div> </div> <p>সাকিবের বিপিএলে খেলা নিয়ে সংশয় নতুন কিছু নয়। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাকিবের বিরুদ্ধে আন্দোলনের জেরে দেশেই তাকে টেস্ট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা স্থগিত করতে হয়। একই ধারাবাহিকতায় এবারের বিপিএলেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।  </p> <p>চিটাগাং কিংস সাকিবকে দলে নিলেও তার না খেলা দলটির জন্য বড় ধাক্কা। চিটাগাং কিংস আরো দুজন বিদেশি ক্রিকেটারকেও পুরো আসরে না পাওয়ার শঙ্কায় রয়েছে। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে লঙ্কান বোর্ড ছাড়পত্র দেয়নি। পাশাপাশি, ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-২০-তে খেলবেন বলে জানিয়েছেন।  </p> <p>উল্লেখ্য, আগামীকাল (সোমবার) থেকে ২০২৫ বিপিএলের একাদশ আসরের পর্দা উঠছে। টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও সাকিবের অংশগ্রহণ নিয়ে চিটাগাং কিংস আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে তার না খেলার সম্ভাবনাই বেশি।  <br />  </p>