<p style="text-align:justify">গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সন্ত্রাসী হামলায় চারজন নিহতের ঘটনায় দোষীদের শাস্তি ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন উলামায়ে কেরাম। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">উলামা কেরাম, তাবলীগী সাথী ও তাওহীদী জনতা সমাবেশের আয়োজন করে। সদরপুর এতিমখানা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। </p> <p style="text-align:justify">সমাবেশ শেষে উলামায়ে কেরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার কাছে স্মারকলিপি দেন উপজেলা মুফতি বোর্ডের সভাপতি জাকির হুসাইন ফরিদী ও উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।</p> <p style="text-align:justify">উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোজাফফর হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতী মামুনুর রশীদ, মাওলানা রেজাউল করিম, কাজী হাবিব, হাফেজ আব্দুল আলী প্রমুখ।</p> <p style="text-align:justify">সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থী সন্ত্রাসীরা টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লীদের ওপর হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাদপন্থীরা আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর এজেন্ট। আমরা সরকারের কাছে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি।</p> <p style="text-align:justify">এসময় সাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বক্তারা।</p>