<p>বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক রেকর্ড গড়েছেন রাজশাহীর তাসকিন আহমেদ। ১৯ রানে ৭ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েন এই পেসার। ক্রিকেটের এই সংস্করণের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।</p> <p>বিশ্বরেকর্ডের প্রথম নামটা মালয়েশিয়ার সাজরুল ইদ্রুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। ইদ্রুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। এই ডাস স্পিনার ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন।</p> <p>বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১১ আসরের ইতিহাসে তাসকিনের ১৯ রানে ৭ উইকেট এখন সেরা স্পেল। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তিকে। আর বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিব আল হাসানকে (৬ রানে ৬ উইকেট) পেছনে ফেলেছেন তাসকিন। সাকিব সিপিএলে ২০১৩ সালে বার্বাডোজের হয়ে গড়েছিলেন সেই রেকর্ড।</p>