<p style="text-align:justify">জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সরকারি ডকুমেন্ট, যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। অনেক সময় পরিচয়পত্রে ভুল তথ্য বা অস্পষ্ট ছবি থাকার কারণে সংশোধনের প্রয়োজন হতে পারে। এ প্রতিবেদনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট অবলম্বনে এনআইডি সংশোধন ও তথ্য পরিবর্তন সংক্রান্ত ২২টি সাধারণ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে, যা নাগরিকদের জন্য সহায়ক হতে পারে। আপনি যদি এনআইডির তথ্য সংশোধন করতে চান বা কোনো ভুল তথ্য সংশোধনের প্রক্রিয়া জানতে চান, তবে এই প্রশ্ন-উত্তর গুলি আপনাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735986887-1acf4290eec622f9a45985428b447385.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p><strong>জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন?</strong></p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2025/01/04/1464831" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?<br /> <strong>উত্তর: </strong>অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে যথাযথ উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে?<br /> <strong>উত্তর: </strong>সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>ভুলক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে?<br /> <strong>উত্তর:</strong> জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে। কিভাবে তা সংশোধন করা যাবে?<br /> <strong>উত্তর:</strong> সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?<br /> <strong>উত্তর: </strong>নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কীভাবে বাদ দিতে হবে?<br /> <strong>উত্তর:</strong> বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি। এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কীভাবে সংযুক্ত করতে পারি?<br /> <strong>উত্তর:</strong> প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ের কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> আমি আমার পেশা পরিবর্তন করতে চাই। কিন্তু কিভাবে করতে পারি?<br /> <strong>উত্তর:</strong> অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> আমার আইডি কার্ডের ছবি অস্পষ্ট। ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার?<br /> <strong>উত্তর:</strong> এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?<br /> <strong>উত্তর: </strong>এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, চাকরির প্রমাণপত্র, নিকাহনামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?<br /> <strong>উত্তর:</strong> এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন থেকে নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>পিতা/মাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হয়?<br /> <strong>উত্তর: </strong>পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> ঠিকানা কীভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?<br /> <strong>উত্তর:</strong> শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>আমি বৃদ্ধ ও দরিদ্র। বয়স্ক ভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছি না। লোকে বলে আইডি কার্ডে বয়সটা বাড়ালে ওইসব ভাতা পাওয়া যাবে।<br /> <strong>উত্তর: </strong>আইডি কার্ডে প্রদত্ত বয়স প্রমাণাদিসহ পরিবর্তন সম্ভব নয়। প্রমাণপত্র তদন্ত ও পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হয়।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে। কীভাবে তা সংশোধন করা যায়?<br /> <strong>উত্তর: </strong>সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/ উপজেলা/ জেলা নির্বাচন অফিস বরাবর যথাযথ প্রমাণপত্রসহ আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>আমি এসএসসি পাশ না করেও ভুলবশত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদূর্ধ্ব লিখেছিলাম। এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কী?<br /> <strong>উত্তর: </strong>ম্যাজিস্ট্রেট আদালতে এসএসসি পাশ করেননি মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>আইডি কার্ডে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে। এই ভুল কীভাবে সংশোধন করা যাবে?<br /> <strong>উত্তর:</strong> ভুল তথ্যের সংশোধনের পক্ষে যথাযথ দলিল উপস্থাপন করে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। বায়োমেট্রিক যাচাইয়ের পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কী করতে হয়?<br /> <strong>উত্তর:</strong> রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হয়।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>বয়স/ জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কী?<br /> <strong>উত্তর:</strong> এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ না থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন করে আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>স্বাক্ষর পরিবর্তন করতে চাই। কিভাবে করতে পারি?<br /> <strong>উত্তর: </strong>নতুন স্বাক্ষরের নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন: </strong>আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি। প্রমাণপত্রও নেই। কীভাবে সংশোধন করা যাবে?<br /> <strong>উত্তর:</strong> সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p style="text-align:justify"><strong>প্রশ্ন:</strong> একটি কার্ড কতবার সংশোধন করা যায়?<br /> <strong>উত্তর:</strong> এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না।</p>