<p>বিয়ে করেছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির। ঘরোয়া আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। নীলমের স্বামী মোহাম্মদ রশিদ দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত। এর মধ্যে বিয়ের ছবি সামাজিক পাতায় ভাইরাল হয়েছে। </p> <p>গত শুক্রবার নীলমের বিয়ের সাজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন শোবিজ আলোকচিত্রী আবদুল সামাদ। দুবাইয়ে বুর্জ খলিফাকে পেছনে রেখে এসব ছবি তুলেছেন সামাদ। দুইদিনের ব্যবধানে সামাদের ইনস্টাগ্রাম পোস্টে প্রায় পাঁচ লাখের মতো রিঅ্যাক্ট এসেছে। হাজার হাজার মন্তব্য জমা পড়েছে। অনেকেই নীলমকে অভিনন্দন জানিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নীরবে-নিভৃতেই প্রস্থান প্রবীর মিত্রের, খোঁজ রাখেনি রুপালি সারথিরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736141655-17dcbac2d5026a4b0acf97755f449027.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নীরবে-নিভৃতেই প্রস্থান প্রবীর মিত্রের, খোঁজ রাখেনি রুপালি সারথিরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465559" target="_blank"> </a></div> </div> <p>দুই পরিবারের সদস্যদের আয়োজনে ঘরোয়া আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন নীলম মুনির। নীলমের স্বামীর নাম মোহাম্মদ রশিদ, তিনি দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত। বিয়ের ছবিতে ঐতিহ্যবাহী আরব পোশাকে দেখা গেছে রশিদকে।</p> <p>এর আগে নীলমের গায়েহলুদের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আবদুল সামাদ। গায়েহলুদের ছবিও ব্যাপক ভাইরাল হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন জীবনের শুরুতেই তাহসানের ‘একা ঘর আমার’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736142753-caa1189bdab1ffc75bd079ad8bf42a69.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন জীবনের শুরুতেই তাহসানের ‘একা ঘর আমার’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465567" target="_blank"> </a></div> </div> <p>পাকিস্তানের টিভি পর্দার জনপ্রিয় মুখ নীলম। সিনেমাতেও অভিনয় করেছেন। দেড় যুগের ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য কাজ হলো ‘দিল মম কা দিয়া’, ‘ছুপান ছুপাই’, ‘ররং নং’, ‘জল পরী’, ‘কাহি দ্বীপ জ্বালে’, ‘মেরি বেহেন মায়া’ ইত্যাদি।</p>