<p style="text-align:justify">সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলেছেন, তার সম্পদ তো অনেক কম। পিকে হালদার তো পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গেছে। আজ সোমবার (০৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব পলকের জামিন শুনানিতে এ মন্তব্য করেন। </p> <p style="text-align:justify">এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। তখন বিচারক বলেন, বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন, না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসে হাজিরা দিতেন। তখন পলক আদালতকে জানান, 'করোনার সময় চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিলো, চেষ্টা করেছি। পরে আর এগোনো যায়নি।' পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে পলকের জামিন চেয়ে আবেদন করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউক্রেনের আরো এক শহর দখলের দাবি রাশিয়ার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736151047-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউক্রেনের আরো এক শহর দখলের দাবি রাশিয়ার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/06/1465608" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, 'তিনি নিয়মিত ট্যাক্স রিটার্ন দাখিল করেছেন। তার সম্পদের সকল উৎস সেখানে উল্লেখ করা হয়েছে। তার যে সম্পদ ছিলো সেই সম্পদই আছে। তার বাজারমূল্য বেড়েছে। যে কারণে তার মানিলন্ডারিংয়ের যে অভিযোগ তার কোনো উপাদান নেই।' </p> <p style="text-align:justify">পরে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধীতা করেন। তিনি বলেন, 'মানিলন্ডারিং দেশে-বিদেশে যে কোনো জায়গায় হতে পারে।  মামলার তদন্ত হয়ে আসুক। তাদের মতো জায়গায় থেকে দুর্নীতি করা, এ অবস্থায় যদি তাদের জামিন দেওয়া হয়। তাহলে অন্যরা উৎসাহিত হবে।' </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফারুকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736150640-49d1b764d8fa4f9c48cb86b3e54e0cb6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফারুকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465605" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পরে বিচারক বলেন, আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তার হাজতবাস নেই। মামলাটি তদন্তধীন। পরে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন। এরপর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।</p>