<p style="text-align:justify">নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন হাফেজ মো. ইসমাইল এবং সেক্রেটারি মো. অমিত হাসান। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রশিবিরের মহানগরী নিজ কার্যালয়ে এক নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হন।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করে নির্বাচন পরিচালক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের মহানগরীর প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন।</p>