<p>‘কখন ভূমিকম্প হইছে তার কিছুই জানি না আমি’; ‘ভূমিকম্পের দেড় ঘণ্টা আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি আজ, কিন্তু তার পরও কিছুই অনুভব করিনি’; ‘ঘুম থেকে উঠে ফেসবুকে এসে দেখছি দেশে ভূমিকম্প হয়ে গেছে’—মঙ্গলবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিন সকাল ৭টা ৫ মিনিটে যখন ভূমিকম্প অনুভূত হয়, তখন অনেকেই ঘুমে ছিলেন। উৎপত্তিস্থল তিব্বতে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১।</p> <p>এবারের ভূমিকম্প বাংলাদেশে তেমন তীব্র ছিল না। তবে আগেও বিভিন্ন সময় দেখা গেছে, যখনই কোনো ভূমিকম্প হয়, তখনই কেউ না কেউ এই ধরনের কথাবার্তা লিখে ফেসবুকে পোস্ট করেন বা আলাপ-আলোচনা করেন। একই সময়ে একই স্থানে থাকার পরও কেন সবাই ভূমিকম্প অনুভব করে না? বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ সংবেদনশীলতা ও ব্যক্তির অবস্থান।</p> <p><strong>যে কারণে অনুভূতির তারতম্য</strong><br /> ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন বিবিসি বাংলাকে বলেন, ‘আপনি কত তলায় আছেন, তার ওপর এটি নির্ভর করছে। আপনি যত ওপরের দিকে থাকবেন, আপনার ঝাঁকুনিটা অনুভব করার সম্ভাবনা তত বেশি। যত নিচে থাকবেন, এটি অনুভব করার সম্ভাবনা তত কম।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ শহর ঢাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736243343-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ শহর ঢাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/07/1466044" target="_blank"> </a></div> </div> <p>তবে এখানে আরেকটি বিষয় হলো, ‘কিছু কিছু মানুষ গতি খুব ভালো অনুভব করতে পারে।’ তার মতে, যারা ভূমিকম্প টের পায় না তাদের সেনসিটিভিটি বা সংবেদনশীলতা কম।</p> <p>ড. শাখাওয়াত বলেন, ‘অনেকে আছেন, যারা উচ্চতা নিতে পারেন না। ছাদ থেকে নিচে তাকাতে পারেন না। কারণ তারা উচ্চতার বিষয়ে খুবই সংবেদনশীল। মোশন বা গতির ক্ষেত্রেও তাই।’</p> <p>এ ক্ষেত্রে কেউ কেউ সংবেদনশীল হবেন, সেটি স্বাভাবিক হলেও ‘ভূমিকম্পের সময় ব্যক্তি কোন অবস্থায় ছিল, তার ওপরও তার টের পাওয়া না পাওয়া নির্ভর করে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736214937-9c0c1fbe63241b29e1c884012b33f8ed.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/07/1465945" target="_blank"> </a></div> </div> <p>উদাহরণস্বরূপ এই বিশেষজ্ঞ মঙ্গলবার সকালের ভূমিকম্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আজ যিনি বিশ্রাম নিচ্ছিলেন তার ভূমিকম্প টের পাওয়ার সম্ভাবনা বেশি। কেউ যদি চলাচলের মাঝে থাকে, তার টের পাওয়ার সম্ভাবনা কম। যিনি রান্না করছেন বা দৌড়াচ্ছেন তিনি টের না পেলেও যিনি চুপচাপ টেবিলে বসে কাজ করছেন, তার টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।’</p> <p>আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানাও একই কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে। তিনি জানান, সাধারণত খুব কম মাত্রার ভূমিকম্প হলেও তিনি তা অনুভব করেন। কিন্তু তার বাসা ৯ তলায় হওয়া সত্ত্বেও আজকের ভূমিকম্প তিনি অনুভব করেননি।</p> <p>এই আবহাওয়াবিদ বলেন, ‘এর কারণ, তখন বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য আমি নিজেই দৌড়াদৌড়ি করছি। আমি স্থির থাকলে আমি অবশ্যই অনুভব করতাম। আজ নিচতলায় দাঁড়িয়ে থেকেও কেউ কেউ ভূমিকম্প অনুভব করেছে। ৮-৯ তলার অনেক বাসিন্দাও কিন্তু আবার ভালোই ঝাঁকুনি অনুভব করেছেন। মূলত টিভি দেখছেন, তিনি হয়তো অনুভব করছেন। কিন্তু যিনি রান্না করছেন তিনি হয়তো ফিল করছেন না।’</p> <p>তিনি আরো বলেন, যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেখানবার সবাই-ই স্বাভাবিকভাবে এটি অনুভব করে। কিন্তু দূরের ক্ষেত্রে এটা হয়, কেউ টের পায়, কেউ পায় না।</p>