রংপুরে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
রংপুরে ভূমিকম্প অনুভূত

সারা দেশের মতো রংপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। এ নিয়ে প্রায় দুসপ্তাহের ব্যবধানে রংপুরে দুই দফা ভূমিকম্প অনুভুত হলো।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

 

আরো পড়ুন
সঙ্গী হারিয়ে হাতিদের আহাজারি, শাবকটি খুঁজে বেড়াচ্ছে মাকে

সঙ্গী হারিয়ে হাতিদের আহাজারি, শাবকটি খুঁজে বেড়াচ্ছে মাকে

 

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন নামক স্থানে। রংপুর থেকে এর দূরত্ব ছিল ৯৩ দশমিক ৩ কিলোমিটার। কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন
রংপুরে ভূমিকম্প অনুভূত

রংপুরে ভূমিকম্প অনুভূত

 
মন্তব্য

সম্পর্কিত খবর

এসএসসি পরীক্ষাকেন্দ্রে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক কক্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
এসএসসি পরীক্ষাকেন্দ্রে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক কক্ষ
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠান চলতি বছরের এসএসসি পরীক্ষারকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবারই এখানে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্কুলের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন  বলেন, ‌‌‘রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্কুলে আগুন লাগে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নই।

তবে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আরো দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি কক্ষের আংশিক ক্ষতি হয়েছে।’

ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কিভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়।

তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

মন্তব্য

চেয়ারম্যানকে মারল ছাত্রদল-যুবদল, জামায়াত নেতাকে কোপালেন চেয়ারম্যানের ভাই

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
চেয়ারম্যানকে মারল ছাত্রদল-যুবদল, জামায়াত নেতাকে কোপালেন চেয়ারম্যানের ভাই
ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের কাহারোল উপজেলায় এক চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। অন্যদিকে, জামায়াতের উপজেলা আমিরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ভাইদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং সন্ধ্যার সময় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কান্তনগর মোড়ে আমিরকে মারধর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ইউএনও কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের নিয়ে একটি বৈঠক শুরু হয়।

বৈঠক শেষ হওয়ার কোন কারণে আগেই বাইরে বের হন চেয়ারম্যান আনোয়ার হোসেন। উপজেলা চত্বরে আগে থেকেই অপেক্ষায় থাকা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার, ছাত্রদল নেতা মেজবাহুল, সাব্বির হোসেনসহ আরও কয়েকজন চেয়ারম্যান আনোয়ার হোসেন বের হওয়ার সঙ্গে সঙ্গে মারধর শুরু করেন। এ সময় তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন
সমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু

সমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু

 

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন বলেন, এর আগেও আমার ওপর হামলা করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল ইমরান ও মেজবাহ। ৫ আগস্টের পর থেকে রাস্তাঘাটে বিভিন্ন সময় আটকে আমাকে হয়রানি করে আসছে তারা।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বালুমহাল দখল নিয়ে আনোয়ার হোসেনের অনুসারীদের সঙ্গে সাব্বিরের দ্বন্দ্ব হয়। এই হামলার সঙ্গে ওই বিরোধের জের থাকতে পারে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম বলেন, দলের কেউ যদি এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকেন এবং তদন্তে তা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চেয়ারম্যানকে মারধরের ঘটনায় স্থানীয় জনতা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কান্তনগর মোড়ে অবরোধ করে রেখেছে। সন্ধ্যার দিকে একটি অনুষ্ঠান শেষে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন উপজেলা জামায়াতের আমির শরিফুল ইসলাম। এ সময় কতিপয় অবরোধকারীরা তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। শেষ খবর পাওয়া পর্যন্ত ওটিতে তার অপারেশন চলছিল।

আহত জামায়াতের আমিরের ছোট বাই সেলিম রেজা জানান, তার বড় ভাই একটি অনুষ্ঠান থেকে কাহারোলে ফিরছিল। এ সময় তার ওপর চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিকের ভাই ও তাদের লোকজন আক্রমণ চালায়। এ সময় আমার ভাইয়ের মাথায় ধারারো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। আমার ভাইয়ের অপারেশন চলছে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

৩০ কোটি টাকার সার আত্মসাত, যমুনার ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
৩০ কোটি টাকার সার আত্মসাত, যমুনার ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানার প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সার আত্মসাতের অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে দুদক। 

কিশোরগঞ্জ দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বাদী হয়ে ৮ এপ্রিল জামালপুরের আদালতে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন— যমুনা সার কারখানার বরখাস্তকৃত বাণিজ্যিক ব্যবস্থাপক ওয়ায়েছুর রহমান, সহ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মাঈন উদ্দিন, উপসহকারী কারিগরি কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, উপসহকারী কারিগরি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সহকারী বিক্রয় কর্মকর্তা বজলুর রশীদ খান ও অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) খোকন চন্দ্র দাস।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা তথ্য দিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কম্পানি লি. এর ১৮ হাজার ৯শ ১৬.৪৫ মেট্রিক টন ইউরিয়া সার আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ২৯ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৩৫২.২৪ টাকা।

জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, ‘দুদক দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে তদন্ত করার পর মামলাটি দায়ের করেছে।

এখন আদালতের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনব।’

মন্তব্য

সীতাকুণ্ডে এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
সীতাকুণ্ডে এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. মুসলিম উদ্দিন (৪০)। তিনি মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর গোপ্তাখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাহের বলির ছেলে ও ওই ওয়ার্ডের যুবলীগ নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা মো. মুসলিম উদ্দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ এলাকায় অবস্থানকালে একদল দুষ্কৃতকারী তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় মো. মুসলিম উদ্দিন নামক এক যুবক খুন হয়েছেন।

আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার প্রকৃত কারণ এখনো যায়নি।’

প্রসঙ্গত, এ ঘটনার ১৭ দিন আগে ২৬ মার্চ সন্ধ্যায় ইফতারের পর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছিরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ