আজাদ পরিবারে আ. লীগের ‘চেরাগ’, সম্পদের পাহাড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজাদ পরিবারে আ. লীগের ‘চেরাগ’, সম্পদের পাহাড়
আবুল কালাম আজাদ। ফাইল ছবি

আওয়ামী লীগ আমলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজনীতি ছিল সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ পরিবারের হাতে জিম্মি। ক্ষমতার প্রভাব খাটিয়ে হাজার কোটি টাকার অবৈধ সম্পদও অর্জন করেছে পরিবারটির সদস্যরা। নানা অপকর্মে জড়িত আবুল কালাম আজাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হামলার অভিযোগে একাধিক মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকে দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন নুরুল ইসলাম।

২০১৬ সালের আগস্টে তিনি বরকামতা ইউপির চেয়ারম্যান হন।

এরমধ্যে ২০২১ সালে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নুরুলের ছেলে আবুল কালাম আজাদ চেয়ারম্যান হন। অন্যদিকে, ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় ইউপি চেয়ারম্যান হন নুরুল।

২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য (এমপি) হন আবুল কালাম আজাদ।

২০২৪ সালের ২৯ মে তাঁর ভাই মামুনুর রশিদ দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ আমলের শেষ চার বছরে নুরুল ইসলামের পরিবার থেকে প্রথমে ইউপি চেয়ারম্যান, তারপর সংসদ সদস্য এবং সবশেষে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়।

এভাবে দেবিদ্বারে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয় আজাদ পরিবার। নানা অপকর্মে জড়িয়ে তারা হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করে।

আজাদের হাত থেকে দলীয় নেতাকর্মীরাও বাদ যাননি। তাদের ওপরও দমন-পীড়ন করেন আবুল কালাম আজাদ।

গেল বছর ৭ মার্চ উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা শেষে আজাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরো কয়েকজন মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে আজাদকে অব্যাহতি দেয় আওয়ামী লীগ।

এদিকে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হামলার একাধিক মামলার আসামি আবুল কালাম আজাদ ও তার ভাই মামুনুর রশিদ। আন্দোলন চলাকালে আব্দুর রাজ্জাক রুবেল নামে এক যুবককে হত্যার অভিযোগে আবুল কালাম আজাদ, তার ছোট ভাই মামুনুর রশীদসহ ২০০ জনের বিরুদ্ধে গত বছরের ২০ আগস্ট কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামাল হোসেনের আদালতে মামলা হয়।

এ ছাড়া আন্দোলন চলাকালে দেবিদ্বার সরকারি কলেজ রোডে সশস্ত্র হামলা ও কুপিয়ে আবু বকর নামে এক তরুণকে হত্যাচেষ্টার ঘটনায় আজাদ ও মামুনুরসহ ৭৩ জনের নামে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতে ৫ সেপ্টেম্বর মামলা হয়।

জানা গেছে, নামে-বেনামে সরকারি-বেসরকারি ব্যাংকের প্রায় ছয় হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন আবুল কালাম আজাদ। নামসর্বস্ব কম্পানি ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজাদ অবৈধ টাকার বিনিময়ে এমপি হয়েছিলেন। একাধিক নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্থাপনেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

দুর্নীতির টাকায় রাজধানীর গুলশান, বনানী এবং উত্তরা এলাকার অভিজাত স্থানে একাধিক ফ্ল্যাট ও প্লট কিনেছেন আজাদ। সংশ্লিষ্টরা জানান, একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদককে প্রতিমাসে মোটা অংকের টাকা দিয়ে নিজের অপকর্ম ঢেকে রাখতেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি : খোদা বকস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি : খোদা বকস
সংগৃহীত ছবি

মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, ‘এই আইন আছে বলে ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তা-ও তো নয়। বেআইনি কাজ তো না।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

খোদা বখস চৌধুরী বলেন, ‘প্রচলিত আইনে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। হাইকোর্টে এটা নিয়ে বিচার চাচ্ছে, আমরা জবাব দেব।

ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরানোর সঙ্গে মেঘনা আলমের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটা একটা নরমাল প্রসেস। পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’ 

মন্তব্য

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ কথা জনগণ বলেছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই।

ডিবিপ্রধানকে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটি একটি নরমাল প্রসেস।’

এদিকে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

’ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

মন্তব্য

ডিবি থেকে রেজাউল করিমকে সরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডিবি থেকে রেজাউল করিমকে সরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মডেল মেঘনা আলমকে আটক করার কারণে ডিবি প্রধানকে সরানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধানকে সরানো হয়নি। এটা একটি নরমাল প্রসেস।

উনি হয়তো অসুস্থ আছেন বা অন্য কোনো কারণে।’

গত ১৩ এপ্রিল ডিএমপি কমিশনারের দপ্তর থেকে জারি করা এক আদেশে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে রেজাউল করিম মল্লিককে। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য

সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবালকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবালকে অব্যাহতি
জাভেদ ইকবাল।

র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়নের (র‍্যাব-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদপুর র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবালকে গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ পরোয়ানামূলে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সেহেতু জাবেদ ইকবালকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ