<p>বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফরের সফলতা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।</p> <p>তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিরাপদ হোক, সফল হোক। </p> <p>মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ডা. শফিকুর রহমান তার ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে এ কথা বলেন।</p> <p>বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জামায়াতের আমির ফেসবুকে লেখেন, আল্লাহ তায়ালা তাঁকে (খালেদা জিয়া) সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আমিন।</p>