<p>পাকিস্তানে দুই কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই বোনের বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণের প্রতিশোধ নিতে তার তাদের বাবাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।</p> <p>পুলিশের দেওয়া তথ্যানুসারে, গত ১ জানুয়ারি পাঞ্জাবি শহর গুজরানওয়ালায় ওই ব্যক্তি ওপর আক্রমণ করা হয়। পরে গত মঙ্গলবার হাসপাতালে তিনি মারা যান।</p> <p>শহরের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রিজওয়ান তারিক বলেন, মেয়েরা জানিয়েছে, তারা নিজেদের মধ্যে স্থায়ী সমাধান খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর তারা একটি মোটরসাইকেল থেকে পেট্রল নিয়ে তাদের বাবাকে ঘুমন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেয়।</p> <p>গ্রেপ্তারকৃত দুই বোন সম্পর্কে সৎ বোন। তাদের অভিযোগ, তাদের বাবা এক বছর ধরে বড় মেয়েকে ধর্ষণ করছিলেন এবং দুইবার ছোট মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তাদের মায়েরা এ সম্পর্কে জানতেন। কিন্তু প্রতিশোধের পরিকল্পনা সম্পর্কে জানতেন না। নিহত ব্যক্তির দুই স্ত্রীর একজনকেও গ্রেপ্তার করা হয়েছে এবং দ্বিতীয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।</p> <p>তারিক বলেন, ‘আমরা তদন্ত শেষ করার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যে তাদের আদালতে উপস্থাপন করার আশা করছি।’</p> <p>সূত্র : এএফপি</p>