<p style="text-align:justify">নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মী নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠনের সংবাদ প্রকাশের পর কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় সংগঠন।</p> <p style="text-align:justify">বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল আমিন (আলামিন) স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।</p> <p style="text-align:justify">বিবৃতিতে বলা হয়, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান মোহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার রবির সমন্বিত সিদ্ধান্তক্রমে, সংগঠনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।</p> <p style="text-align:justify">এর আগে ৭ জানুয়ারি সন্ধ্যায় জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বকুলকে আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. ওলিউল্লাহকে সদস্যসচিব করা হয়।</p> <p style="text-align:justify">কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ক্রীড়া সম্পাদক শিক্ষার্থী মো. আশিক কবিরকে। পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুর ইসলাম বাবুর অনুসারী রাকিবুল ইসলাম রাতুল ২ নম্বর যুগ্ম আহ্বায়ক, শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসেনের অনুসারী রুহুল আমিনকে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়।</p> <p style="text-align:justify">ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রেইনের অনুসারী সাইফ সরকার এবং পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর অনুসারী ইমরান হোসেনকে কমিটির সদস্য করা হয়।</p> <p style="text-align:justify">কমিটি প্রকাশিত হওয়ার পর আজ কালের কণ্ঠসহ কয়েকটি জাতীয় দৈনিক এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এর পরেই সন্ধ্যায় কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়।</p>