<p>প্রবাসী সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্ট ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে গত ৫ জানুয়ারি কথা বলেছেন দীর্ঘদিন আত্নগোপনে থাকা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম) বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি।</p> <p>ওই লাইভ টকশোতে ডালিম তৎকালীন রাজনীতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন আলাপ করেন। এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেন মুক্তিযুদ্ধে ২ লাখ নারীর সম্ভ্রমহানীর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মাত্র দুজন নারীকে চিনি যাদের সম্ভ্রমহানী হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736396982-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/09/1466801" target="_blank"> </a></div> </div> <p>এর প্রেক্ষিতে ডালিম, ‘১৯৭১ এ দুই জন নারী ধর্ষিত হইসিলো, একটা আমার মা, আরেকটা আমার বউ নিম্মি। এর বাইরে তো কাউকে দেখি নাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক আমার দেশ-এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে ওই মন্তব্যটি শরিফুল হক ডালিম করেননি ব্লে জানিয়েছে রিউমর স্ক্যানার।</p> <p>রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টকশোতে শরিফুল হক ডালিম ‘১৯৭১ এ দুই জন নারী ধর্ষিত হইসিলো, একটা আমার মা, আরেকটা আমার বউ নিম্মি। এর বাইরে তো কাউকে দেখি নাই’ শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং দৈনিক আমার দেশও উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ-এর ফটোকার্ডের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736400205-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/09/1466806" target="_blank"> </a></div> </div> <p>অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক আমার দেশ-এর লোগো ব্যবহার করা হয়েছে এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৬ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।</p> <p>উক্ত তথ্যের সূত্রে দৈনিক আমার দেশ’র অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত তথ্য সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্যকোনো গণমাধ্যমেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।  এ ছাড়া আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে দৈনিক আমার দেশ-এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।</p> <p>ফটোকার্ডটির বিষয়ে জানতে দৈনিক আমার দেশ পত্রিকার নিউজ এডিটর ইলিয়াস হোসাইন-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ‘আমার দেশ’ এ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশিত হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু, ব্যাগে মিলল ২৫ বোতল মদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736398313-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু, ব্যাগে মিলল ২৫ বোতল মদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/09/1466803" target="_blank"> </a></div> </div> <p>পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং শরিফুল হক ডালিম-এর আলোচিত লাইভ টকশোটি পর্যালোচনা করেও তাকে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে শরিফুল হক ডালিম এর নামে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।</p> <p>সুতরাং, শরিফুল হক ডালিম ‘১৯৭১ এ দুই জন নারী ধর্ষিত হইসিলো, একটা আমার মা, আরেকটা আমার বউ নিম্মি। এর বাইরে তো কাউকে দেখি নাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে দৈনিক আমার দেশ-এর লোগো সম্বলিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।</p>