পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার অধীনে ২৭ জন নিরাপত্তাকর্মী ও ৫৪ জন আনসার সদস্য রয়েছেন। তবে দিনের শিফটে নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাওয়া গেলেও রাত ৯টার পর থেকে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের পাওয়া যায় না। অভিযোগ রয়েছে রাতে পাহারাস্থলে আনসার সদস্যদের রেখে ডিউটি ফাঁকি দিয়ে নিরাপত্তাকর্মীরা ঘুমাতে চলে যান। নিরাপত্তাকর্মীদের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানের নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।
পাবিপ্রবি
কাজ ফেলে ঘুমান নিরাপত্তাকর্মীরা
আবদুল্লাহ আল মামুন, পাবিপ্রবি

এদিকে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনা বেড়ে গেছে। শেষ দুই মাসে সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে চারটি চুরির ঘটনা ঘটেছে। এর ২০২৩ সালের ২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ৯টার পর পাহারাস্থল ত্যাগ করে নিরাপত্তাকর্মীরা নিজেদের সুবিধামতো কেউ মেডিক্যাল সেন্টারে, কেউ প্রশাসনিক ভবনে গিয়ে ঘুমিয়ে পড়েন। কেউ কেউ পাহারাস্থলেই মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন।
বিষয়টি অনুসন্ধানে গত এক মাসে পাঁচ রাত সরেজমিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ক্যাফেটেরিয়া বিল্ডিং, লাইব্রেরি বিল্ডিং, একাডেমিক ভবনে কোনো নিরাপত্তাকর্মী পাওয়া যায়নি। এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী রতন আহমেদ বলেন, ‘শেষ যেদিন চুরি হয়েছে, সেদিন লোকজন ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীকে ঘুমন্ত অবস্থায় পেয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘রাতে নিরাপত্তাকর্মীদের পাহারাস্থলে পাওয়া না যাওয়ার সাক্ষী আমি নিজেও। এই বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি।’
সম্পর্কিত খবর

বগুড়ার দুই স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জিলা স্কুলে রজত জয়ন্তী মিলনমেলায় একত্র হয়েছেন বিদ্যালয়ের ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো গাবতলী উপজেলাধীন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নেন জিলা স্কুল এবং পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
‘শিক্ষার প্রাঙ্গণে স্মৃতির দেখা, প্রজন্মে প্রজন্মে বন্ধনের রেখা’ এই স্লোগান সামনে রেখে আয়োজিত পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এয়ার কম্প্রেসর বিস্ফোরণে নিহত ১
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে হাওয়া দেওয়ার এয়ার কম্প্রেসর মেশিন বিস্ফোরণে মো. জামসেদ আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত ও দুই চালক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আগানগর এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে উপজেলার আগানগর এলাকায় মো. জামসেদ আলমের গ্যারেজ দোকানে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে দোকানটি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দোকানের মালিক জামসেদ আলম ঘটনাস্থলেই নিহত হন।

বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার
কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বিলুপ্তপ্রায় স্ট্রিজিডি প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করা হয়েছে। উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী গ্রামের কলেজছাত্র সৌম্য দাস স্থানীয় একটি বাগান থেকে আহতাবস্থায় ওই প্যাঁচাটি উদ্ধার করেন। গতকাল বুধবার দুপুরে তিনি আহত প্যাঁচাটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে নিয়ে আসেন। প্যাঁচাটি পা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বাগানে ভেতর পড়ে ছিল।

লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গৃহকর্তা অহিদকে লক্ষ্য করে গুলি করলে গুলি আবিদা সুলতানা (৬) নামের তাঁর ভাতিজির পেটে বিদ্ধ হয়। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাছারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী ইউছুফ ও অনুসারীরা গৃহকর্তা অহিদকে বাড়ি থেকে চলে যেতে বলে।